• তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের...
    আজকাল | ০৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফিল্মি কায়দায় দিনেদুপুরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপথি এলাকায়। জানা গেছে, অপহৃত ব্যক্তির নাম ফজরুল হক। তাঁর বাড়ি বালাভুত এলাকায়। 

    এদিন অপহৃতের স্ত্রী তোহিরন বিবি জানান, প্রায় বছরখানেক আগে ফজরুল হক পরিবার সহ বিহারে একটি ইটভাটায় কাজের জন্য গিয়েছিলেন। তাঁর মূলত কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে শ্রমিক সরবরাহ করা। শনিবার বাড়িতে ফিরছিলেন তাঁরা। কোচবিহার স্টেশনে নেমে একটি অটো ভাড়া করে বালাভুতের উদ্দেশে রওনা দেন। 

    অভিযোগ, বলরামপুর চৌপথি এলাকায় একটি লাল রঙের টাটাসুমো গাড়ি তাঁদের পথ আটকে দাঁড়ায়। এবং গাড়ি থেকে একজন মুখ বাঁধা অবস্থায় নেমে ফজরুল হককে টেনে হিঁচড়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। তারপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রা ছুটে আসার আগেই চম্পট দেয় দুষ্কৃতীদের গাড়িটি। 

    ফজরুল হকের কাছে ৬ লক্ষ টাকা ছিল বলে দাবি করেছেন স্ত্রী তোহিরন বিবি। ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলরামপুর চৌপথি এলাকায়। খবর পেয়ে ঘনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। গোটা তদন্তের পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কোনও সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)