• বিল্ডিংয়ের ছাদ নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার বিল্ডিংয়ের ছাদ নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। পুর নির্দেশিকায় বলা হয়েছে-১. ছাদ কমন এরিয়া। সেখানে সংশ্লিষ্ট বিল্ডিংয়ের সকলেই যেন যাতায়াত করতে পারে। কোথাও কোনও বাধা বা দখলদারি (অবস্ট্রাকশন) চলবে না। কমন করিডর ফাঁকা রাখতে হবে। যাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় বড় বিপদ এড়ানো যায়।২. খোলা ছাদের উপর কোনও মিউটেশন অনুমোদন করা হবে না।৩. ছাদের দরজা বা ছাদে যাওয়ার সিঁড়ির দরজা তালা বন্ধ করে রাখা যাবে না। ৪. সমস্ত কমন করিডর, ছাদে ওঠার সিঁড়ি কিংবা নীচে নামার সিঁড়ি যেন খোলা বা মুক্ত থাকে। যাতে সহজেই সিঁড়ি বেয়ে দুর্ঘটনার সময় মানুষেরা নীচে নেমে আসতে পারেন।৫. বিল্ডিংয়ের কোনও কমন এরিয়া, করিডর, কমন প্যাসেজ, সিঁড়ি বা ছাদে কোনও মালপত্র স্টোর করা বা ডাই করে রাখা যাবে না।কলকাতা পুরসভার তরফে এই নির্দেশিকা সমস্ত বিল্ডিং বা আবাসন মালিক, আবাসিক বা বাসিন্দা, ডেভলপার, প্রোমোটারদের মানতে বলা হয়েছে। জানা গিয়েছে, এই সব সিদ্ধান্ত শুধুমাত্র মাল্টি ইউনিট বা বহুতল আবাসনের জন্যই প্রযোজ্য। যেখানে একাধিক ফ্ল্যাটে বহু মানুষ থাকেন এবং ছাদ একটাই রয়েছে। 
  • Link to this news (বর্তমান)