• শিলিগুড়ির মাটিগাড়া সেনাক্যাম্পে পাকড়াও আফগান যুবক, তুমুল হইচই, ছুটে এল পুলিস...
    ২৪ ঘন্টা | ০৪ মে ২০২৫
  • নারায়ণ সিংহরায়: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন চরম জায়গায় চলে গিয়েছে। কাশ্মীরের মানুষজনও এখন বলছে পকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে। যুদ্ধের আশঙ্কায় মহড়া শুরু করে দিয়েছে ভারতের তিন বাহিনী। দেশের প্রতিমানুষের মধ্যেই এখন পহেলগাঁও ঘটনার ছবি দগদগে। এরকম এক পরিস্থিতিতে শিলিগুড়ির মাটিগাড়ার সেনা ক্যাম্পে প্রবল হইচই এক বিদেশি নাগরিককে নিয়ে।

    শুক্রবার বিকেলে মাটিগাড়ার খাপরাইল এলাকায় থার্টি থ্রি কর্পাসের সেনা বাহিনীর ক্যাম্পের জওয়ানরা লক্ষ্য করেন এক ব্যাক্তি ক্যাম্পে বহুক্ষণ ধরে ঘোরাঘুরি করছেন। অপরিচিত সেই ব্যাক্তিকে দেখে সন্দেহজনক বলে মনে হয় সেনার। জওয়ানরা ধরে ফেলেন তাঁকে। জানা যায় ওই ব্যক্তির নাম আশিয়া খান। একজন আফগান নাগরিক। অভিযুক্ত আশিয়া খানকে  (২৮) সেনার কর্মীরা ঘিরে জিজ্ঞাসাবাদ করে। কোন সঠিক সদুত্তর না মেলায় খবর দেওয়া হয় মাটিগাড়ার থানার পুলিসকে।

    সেনার পক্ষ থেকেই আশিয়া খানকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। কেন সে বিনা অনুমতিতে সেনা ক্যাম্পে ঢুকে ঘুরছিল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে পুলিস সুত্রে খবর , অভিযুক্ত আশিয়া খান আফগানিস্তানের বাসিন্দা হলেও প্রায় বছর দশেক ধরে অসমের গুয়াহাটির বাসিন্দা। মাটিগাড়ার এলাকায় সে সুদের ব্যাবসা করে বলে খবর। একটি ঘর ভাড়া নিয়ে মাটিগাড়া এলাকাতেই থাকে সে। কেন উদ্দেশ্যে আশিয়া সেনা ক্যাম্পে ঢুকেছিল তার কোন প্রাথমিক তথ্য মেলেনি।  ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

  • Link to this news (২৪ ঘন্টা)