• 'খোলা ছাদ, টেরেসের মিউটেশেন নয়!' রুফটপ রেস্তোরাঁ বন্ধের অফিসিয়াল নির্দেশিকা জারি পুরসভার...
    ২৪ ঘন্টা | ০৪ মে ২০২৫
  • রক্তিমা দাস: রুফটপ রেস্তোরাঁ (Rooftop Resturant) নিয়ে অফিসিয়াল নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা (KMC)। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, খোলা ছাদ/রুফটপ/টেরেসের মিউটেশন অনুমোদিত হবে না। ছাদে প্রবেশের জন্য দরজা/দরজা লক ও সিল রাখা যাবে না। ছাদের ওপরে সহজে প্রবেশের জন্য এবং নিচতলায় নেমে আসার জন্য সমস্ত করিডর, সিঁড়ির কেসগুলি খোলা রাখতে হবে৷ করিডর, সাধারণ প্যাসেজ, সাধারণ এলাকা এবং ছাদের জায়গায় কোনও উপকরণ ডাম্প করা উচিত নয়। 

    কেএমসি বিল্ডিং রুলস, 2009-এর বিধি 117(4) অনুসারে, যে কোনও বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায় প্রতিটি ছাদে একটি সাধারণ অ্যাক্সেস থাকবে এবং উপ-বিভক্ত হবে না। ছাদটি ভবনের সকল মালিক, দখলদার এবং জনসাধারণের জন্য খোলা থাকবে। রেইফোর্থ, মূল্যায়ন-সংগ্রহ বিভাগ উপরের তলায় খোলা ছাদ/ছাদের উপরে/টেরেসের কোনো মিউটেশনের অনুমতি দিতে নিষেধ করেছে।

    নির্দেশিকা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেয়রের নির্দেশের পর শনিবার রাতেই রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, পুলিসের কাছ থেকে মিলেছে তালিকা। সেই তালিকা অনুযায়ী রেস্তোরাগুলিকে নোটিস পাঠাতে শুরু করেছে পুর কর্তৃপক্ষ। মোট তিনটি সার্কুলার ইস্যু করা হয়েছে। নতুন করে কোন রুফটপ রেস্তোরা তৈরি করা যাবে না, যেগুলি রয়েছে সেগুলি বন্ধ করতে হবে। এছাড়া নোটিসের পরেও যদি না মানে রেস্তোরাঁ গুলো, সেক্ষেত্রে কি ভাবে পদক্ষেপ নেওয়া হবে কিভাবে কাজ করবেন ইঞ্জিনিয়াররা তার বিস্তারিত বিবরণী দিয়ে আরেকটি সার্কুলার জারি হয়েছে।

    অন্যদিকে, ঘটনার পরদিনই তদন্ত স্বার্থে কমিটি তৈরি করেছিল কলকাতা পুরসভা। তাতে আরও পরিবর্তন আনা হল। সেই কমিটি ভেঙে ফের তৈরি হল নতুন কমিটি। কলকাতা পুরসভার কমিশনার এর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন কলকাতা পুরসভার অতিরিক্ত কমিশনার, বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেল (ডিজি), লাইসেন্স বিভাগের চিফ ম্যানেজার ও রেভিনিউ (নর্থ) বিভাগের চিফ ম্যানেজার।

    এই কমিটিকে সাহায্য করবে কলকাতা পুলিস ও দমকল দফতর। এর আগে কলকাতা পুলিস ও দমকল এই কমিটির সদস্য হিসেবে রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা পরিবর্তন করে এই দুই প্রশাসনিক দফতরকে সাহায্যকারী হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ।

  • Link to this news (২৪ ঘন্টা)