• মেদিনীপুরের সুপার মার্কেটে অগ্নিকাণ্ড! আতঙ্কে বহুতলের ফ্ল্যাট ছেড়ে রাস্তায় বাসিন্দারা
    আনন্দবাজার | ০৩ মে ২০২৫
  • মেদিনীপুর শহরের একটি বহুতলে থাকা সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়।

    স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ সুপার মার্কেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রথমে বাজারের কর্মীরা আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন তাঁরা। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকার ওই সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে ভয়ে ফ্ল্যাট ছেড়ে বাইরে চলে আসেন।

    ঘটনাস্থলে গিয়েছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। সৌরভ বলেন, ‘‘যে এলাকায় আগুন ধরেছে, সেটি দু’টি ওয়ার্ডের সংলগ্ন জায়গা। তাই আমরা দুই কাউন্সিলরই এসেছি। দমকলকে খবর দেওয়া হয়েছিল। তার আগে স্থানীয় বাসিন্দারা এবং সুপার মার্কেটের কর্মীরা আগুন নেবানোর কাজ শুরু করে দিয়েছিলেন। পরে দমকলের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।’’

    ভিতরে কোথাও আগুন বা ধোঁয়া বেরোচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকে এসি-তে আগুন লাগে। সেখান থেকেই আগুন লেগেছে।
  • Link to this news (আনন্দবাজার)