• ‘গোয়েন্দা ব্যর্থতার খেসারত দিতে হল পহেলগাঁওয়ে’, সরাসরি শাহ-ডোভালকে নিশানা কীর্তি আজাদের
    প্রতিদিন | ০৪ মে ২০২৫
  • টিটুন মল্লিক, বাঁকুড়া: সন্ত্রাসবাদী হামলায় কাশ্মীরের পহেলগাঁও রক্তাক্ত হয়েছে ঠিক এগারো দিন আগে। সেই ক্ষত আজও তাজা। আততায়ীরা এখনও অধরা। হামলার পিছনে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর যোগসাজশের প্রমাণ মিলেছে বলে দাবি গোয়েন্দা রিপোর্টে। আইএসআই-লস্কর-পাক সেনার সম্মিলিত ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে। তবে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা জঙ্গিদের বুলেটে রক্তস্নাত হওয়ার পিছনে গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করলেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। এর জন্য সরাসরি তিনি নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। সাংসদের প্রশ্ন, ”এমন ঘটনা ঘটানোর আগে দেড় মাস ধরে জঙ্গিরা রেকি করেছে, তারপরেও কেন কারও কাছে খবর এল না?”

    চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছেন একদা বিজেপি নেতা কীর্তি আজাদ। জাতীয় স্তরে নানা ইস্যুতে দলের হয়ে ব্যাট ধরেন তিনি। শনিবার বাঁকুড়ার তামলি বাঁধ ময়দানে এমপি কাপ ফাইনাল প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন কীর্তি। সেখানেই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খোলেন। সাংসদের বক্তব্য, ”২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম পদত্যাগ করেছিলেন। এবার কাশ্মীরে পর্যটকদের উপর নারকীয় জঙ্গি হামলার পর বর্তমান কেন্দ্র সরকারের কেউই দায়িত্ব নিতে চাইছেন না।” সরাসরি শাহ-ডোভালকে নিশানা করে কীর্তির দাবি, ”কাশ্মীরে এই জঙ্গি হামলা তো ইন্টেলিজেন্স ফেলিওরের (গোয়েন্দা ব্যর্থতা) ফসল। এতদিন ধরে তারা ওই এলাকায় রেকি করল, আর কেউ কিছু জানল না?”

    তবে তৃণমূল সাংসদের এই অভিযোগ যে খুব অমূলক নয়, তার কিছুটা প্রমাণ মিলেছে শনিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে। সূত্রের খবর, তাতে স্পষ্ট দাবি করা হয়েছে, পর্যটকদের উপর যে হামলা হতে পারে, তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিল। যদিও গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে হোটেলে আশ্রয় নেওয়া পর্যটকদের উপর হামলা হতে পারে। সেইমতো ওই অঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করা হয়। শ্রীনগরে ক্যাম্প করে জোরদার তল্লাশি অভিযান চালানো হয় দাচিগাম, নিশাত সংলগ্ন এলাকায়। কিন্তু কারও খোঁজ না পেয়ে বন্ধ হয় তল্লাশি অভিযান। ঠিক সেদিনই বৈসরন উপত্যকায় বেছে বেছে ২৬ প্রাণ কাড়ে জঙ্গিদের বুলেট।
  • Link to this news (প্রতিদিন)