• রাজস্থানে অস্বাভাবিক মৃত্যু নদিয়ার সেনা জওয়ানের, কান্নায় ভেঙে পড়েছে পরিবার
    প্রতিদিন | ০৪ মে ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলি শেখ। চোখের জল ও গান স্যালুটে তাঁকে বিদায় দেন এলাকার বাসিন্দা ও পরিবার। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এবার আরও একজন জওয়ানের মৃত্যুর খবর এল নদিয়ার বাড়িতে। রাজস্থানে কর্মসূত্রে পোস্টিং ছিলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জওয়ান অমিত হালদার। সেখানেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবারের কাছে খবর এসেছে। শনিবার এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

    জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অমিত হালদার। ছোট থেকেই ইচ্ছে ছিল ভারতীয় সেনাবাহিনীতে তিনি যোগ দেবেন। ১২ বছর আগে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। কৃষ্ণনগরে ট্রেনিং শেষের পর বনগাঁর বাড়িতে পোস্টিং হন তিনি। কর্মজীবনে কাশ্মীরেও পোস্টিং ছিলেন তিনি। এরপর রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় তাঁর পোস্টিং হয়। সেখানেই তিনি কর্মসূত্রে ছিলেন। গত সপ্তাহের শুক্রবার সেখান থেকে ফোন আসে শান্তিপুরের বাড়িতে। জানানো হয়, অমিত হালদার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলতি বৃহস্পতিবার ফোন করে তাঁর মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে পরিবারের কাছে। রাজস্থান থেকে মৃতদেহ শান্তিপুরের বাড়িতে আসছে বলে খবর।

    কিন্তু এই মৃত্যু মানতে পারছেন না পরিবারের সদস্যরা। সেই সপ্তাহে ফোনে বাড়ির লোকেদের সঙ্গে কথা হয়েছিল অমিতের। তাঁর কথায় কোথাও কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি বলে দাবি তাঁদের। কেন বিষ খেয়ে তিনি আত্মহত্যা করবেন? সেই প্রশ্ন তুলেছে পরিবার। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ‘খুন’ নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্নও উঠেছে। ১০ বছর আগে তিনি বিবাহ করেছিলেন। তাঁদের একটি কন্যা সন্তানও আছে। মৃত্যুর কথা শুনে মুষড়ে পড়েছেন প্রতিবেশীরাও। এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত অমিত। এমনই জানিয়েছেন স্থানীয়রা।
  • Link to this news (প্রতিদিন)