• সেনাক্যাম্পে ঢোকার চেষ্টা! শিলিগুড়িতে গ্রেপ্তার আফগান যুবক
    প্রতিদিন | ০৪ মে ২০২৫
  • বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের পর যখন ‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ির নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। সেনাবাহিনীর তৎপরতা তুঙ্গে। তখন মাটিগাড়া থানা এলাকার খাপরাইল মোড়ে সেনাবাহিনীর ক্যাম্পে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক আফগান যুবককে। কী উদ্দেশ্যে সেনা ক্যাম্পে সে ঢোকার চেষ্টা করছিল, তা নিয়ে জলঘোলা হচ্ছে।

    ধৃতের নাম আসিয়া খান। শনিবার সকালের ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ৩৩ ক্রপসের সেনা জওয়ানরা তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আফগান যুবক মাটিগাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকে। সুদের কারবার করে সে। অভিযোগ, শনিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কর্পসের ক্যাম্পে ঢোকার চেষ্টা করে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা জওয়ানরা তাঁকে আটক করে। ধৃত যুবক জন্মসূত্রে আফগানিস্তানি হলেও কয়েক বছর আগে অসমের চিরাং জেলায় থাকত। সেখানেও সুদের কারবার করত। ধৃতের পরিবার আফগানিস্থানে থাকে।

    মাটিগাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম থেকে সম্প্রতি সে মাটিগাড়ার মেডিক্যাল মোড়ে আসে। সেখানে ঘরভাড়া নিয়ে সুদের কারবার করছে। পুলিশকে ধৃত আফগান যুবক জানিয়েছে, সুদের টাকা আদায় করতে সে সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করছিল। যদিও বর্তমান পরিস্থিতিতে ওই দাবি মেনে নিতে চাইছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও জানা গিয়েছে, যুবককে জিজ্ঞাসাবাদ করে তেমন অসঙ্গতি কিছু মেলেনি। তবে তার গতিবিধির উপরে নজর রাখবে পুলিশ। পরে শিলিগুড়ি আদালতে তোলা হসে জামিন দেয় বিচারক।
  • Link to this news (প্রতিদিন)