• গোয়ার মন্দিরে পদপিষ্টে ৭ পুণ্যার্থীর মৃত্যুর দায় কার? ‘ডবল ইঞ্জিন’কে দুষে তোপ অভিষেকের
    প্রতিদিন | ০৪ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার মন্দিরে পুণ্যার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোয়ার বিজেপি সরকারের ‘অপদার্থতা’ নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন তিনি। অভিষেকের কথায়, ডবল ইঞ্জিন সরকারের অধীনে থাকা হাথরাস থেকে গোয়া, সর্বত্রই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। যা ডবল ইঞ্জিন সরকারের অপদার্থতার প্রমাণ।

    এক্স হ্যান্ডেসে অভিষেক লেখেন, ‘গোয়ার শ্রীদেবী লাইরাই মন্দিরের মর্মান্তিক ঘটনায় আমি যন্ত্রণাক্লিষ্ট। প্রিয়জনহারা পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করছি।’ তাঁর আরও সংযোজন, ‘ডবল ইঞ্জিন সরকারশাসিত রাজ্যে হাথরাথ থেকে গোয়ার মতো একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। যা আদপে প্রশাসনিক ব্যর্থতার পরিচয়।’ তৃণমূল সাংসদ দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সঙ্গে লেখেন, ‘লাগাতার সরকারের গাফিলতির জন্য জনতার প্রাণহানি মেনে নেওয়া যায় না।’
  • Link to this news (প্রতিদিন)