সিভিক ভলান্টিয়ারের পোশাকে এক ব্যক্তি ঘুরঘুর করছিল এলাকায়। তাঁকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এদিক-ওদিক প্রশ্ন করে তাঁকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের হাতে পড়তেই পর্দাফাঁস অপরাধের। ওই ব্যক্তি আদতে সিভিক ভলান্টিয়ার নন, সেই পোশাক পরে আদতে চুরি করে ধৃত ব্যক্তি, অভিযোগ এমনটাই। শনিবার হাওড়ার জগৎবল্লভপুরের রামেশ্বরপুর গ্রামের ঘটনা। ধৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়।
এ দিন ওই গ্রামে কালীপুজোর প্রস্তুতি চলছিল। তখনই তাঁকে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে নিয়েছেন যে তিনি সিভিক ভলান্টিয়ার নন। সিভিক ভলান্টিয়ার সেজে চুরি করতেন।
পুলিশ সূত্রে খবর, এপ্রিল মাসে হাওড়ার ঘুসুড়ির প্রাক্তন পুরপ্রধান রিয়াজ আহমেদের বাড়িতে চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক সিভিক ভলান্টিয়ার চুপিসাড়ে বাড়িতে ঢুকে পাখা চুরি করছেন। ঘটনায় হইচই পড়ে যায়। তদন্ত শুরু করে পুলিশ। তবে তারপরে চোর ধরা পড়েনি। এ দিন সৌরভকে জেরা করে পুলিশ জেনেছে, প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে চুরির ঘটনায় তিনিই জড়িত। আরও একাধিক বাড়িতে চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃত সৌরভ হাওড়ার বালটিকুরি এলাকার বাসিন্দা। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সিভিক ভলেন্টিয়ার নন। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে।