• ‘মা খেলতে যাচ্ছি...’, তার পরই মামার বাড়ি থেকে নিখোঁজ কিশোর
    এই সময় | ০৪ মে ২০২৫
  • মামার বাড়ি থেকে খেলতে বেরিয়ে হঠাৎই নিখোঁজ এক নাবালক। ঘটনায় পারিবারিক টানাপোড়নের তত্ত্ব উঠে এসেছে। নিখোঁজ কিশোরের মায়ের দাবি, অসৎ উদ্দেশ্যে কেউ তাকে নিয়ে গিয়েছে। ছেলের খোঁজ পেতে ইতিমধ্যেই থানার দ্বারস্থ নাবালকের মা।

    ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বাগাচরা মাঝের পাড়া বাগদেবীতলা এলাকায়। জানা গিয়েছে, ওই নাবালকের নাম প্রভাস বাগ, বয়স ১১ বছর। বর্তমানে সে শান্তিপুর বাগআঁচড়া হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল নটা নাগাদ খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু বেলা গড়িয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবার এবং প্রতিবেশীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও নাবালকের কোনও খোঁজই মেলেনি। এমনকি আত্মীয়-স্বজনের বাড়িতেও খবর নিয়ে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে খবর দেওয়া হয় থানায়।

    নিখোঁজ কিশোরের মা রমা বাগ পুলিশকে জানান, তাঁর ছেলেকে কারা ষড়যন্ত্র করে নিয়ে গিয়েছে তা কিছু বুঝে উঠতে পারছেন না তিনি। তাঁর আশঙ্কা, কেউ অসৎ উদ্দেশ্যে চক্রান্ত করে কোন অজ্ঞাত স্থানে ছেলেটিকে নিয়ে গিয়েছে।

    পরিবার সূত্রে খবর, ওই নাবালকের মা স্বামীর সঙ্গে দীর্ঘদিন সংসার করেন না। সেই কারণেই প্রায় এক বছরের বেশি বাবার বাড়িতে এসেই থাকেন। এখন ষড়যন্ত্র করে তার ছেলেকে নিয়ে গিয়েছে কি না তাও বুঝে উঠতে পারছেন না তিনি। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)