• পেট্রল পাম্পের মহিলা কর্মীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আকবর আলি। তার বাড়ি ফুলবাড়িতে। জানা গিয়েছে, শিলিগুড়ির ফুলবাড়ির জিয়াগঞ্জের একটি পেট্রল পাম্পে শুক্রবার রাতে  তেল ভরতে গিয়ে এক মহিলা কর্মীকে শারীরিক নির্যাতন ও মারধর করে বলে অভিযোগ। মহিলা কর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, নিজেকে শাসক দলের সংখ্যালঘু শাখার শীর্ষ নেতা বলে পরিচয় দেয় অভিযুক্ত। এছাড়াও নিজেকে মানবাধিকার সেলের সম্পাদক পরিচয় দেয়। অভিযুক্ত ঘটনার  রাতে ফুলবাড়ির ওই পেট্রল পাম্পে গাড়িতে তেল ভরতে গিয়ে মহিলা কর্মীর সঙ্গে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে। এর আগেও অভিযুক্ত নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে ২০০০ টাকার পেট্রল বাকিতে গাড়িতে ভরেছিল। সেই টাকা না দিয়ে  ফের ওই পাম্পেই বাকিতে তেল ভরতে চাইলে সেখানে থাকা এক মহিলা কর্মী দিতে অস্বীকার করেন। এরপরেই মহিলাকে সপাটে চড় মারে অভিযুক্ত। শুধু তাই নয়, মহিলাকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। এরপরেই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও দলের কোনও কিছুর সঙ্গেই যুক্ত নয় অভিযুক্ত আকবর আলি। এমনটাই জানিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা মাইনরিটি সেলের সভাপতি মিজানুর রহমান।
  • Link to this news (বর্তমান)