চা বাগান দেখতে এসে অনুপ্রবেশ! বাংলাদেশি মামা-ভাগ্নেকে ফিরিয়ে দিল ভারত
বর্তমান | ০৪ মে ২০২৫
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা-ফুলকাডাবরি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় দু’জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। তারা ১৬ বছরের মাহফুজ ইসলাম ইমন এবং অপরজন তার মামা সাহেদুল ইসলাম।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মামা-ভাগ্নে জুটি কাঁটাতারের ভিতরে থাকা ভারতীয় চা-বাগান দেখতে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে আসে। ঠিক সেই সময় টহলরত ৯৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের সীমান্তে দেখতে পেয়ে আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পরে মধ্যরাতে বিজিবি-র (বাংলাদেশ বর্ডার গার্ড) সঙ্গে একটি ফ্ল্যাগ মিটিং-এর আয়োজন করা হয়। পরে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ওই দুই বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এই ঘটনার পর ফের একবার বিএসএফের ‘পুশব্যাক’ নীতি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
বিএসএফের এক আধিকারিক জানান, বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের পেছনে অপরাধমূলক উদ্দেশ্য না থাকলে এবং যারা নাবালক, মহিলা বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি, তাদের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কে পুশব্যাক হবে এবং কে পুলিসের হাতে তুলে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা।
তবে এই নীতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। প্রায় দুই সপ্তাহ আগে উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে বাংলাদেশিরা অপহরণ করে সীমান্ত পার করে নিয়ে যায়। কিন্তু বিজিবি তাকে বিএসএফের হাতে না দিয়ে বাংলাদেশ পুলিসের হাতে তুলে দেয়। বর্তমানে ওই কৃষক বাংলাদেশের এক কারাগারে বন্দি রয়েছেন।