• নেপালে ঘুরতে যাওয়ার পথে পানিট্যাঙ্কিতে আটক মায়ানমারের ছয় নাগরিক
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: নেপালের উদ্দেশে ঘুরতে যাওয়াই কাল হল।  সেখানে একটি পার্কে যাওয়ার আগে পানিট্যাঙ্কি সীমান্তে ধরা পড়ে গেল মায়ানমারের ছয় পড়ুয়া। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শনিবার ওই ছ’জনকে এসএসবি পাকড়াও করে। 

    এসএসবি সূত্রে জানা গিয়েছে, পানিট্যাঙ্কিতে এসএসবি’র ইমিগ্রেশন চেকপোষ্টে তিনজন ভুয়ো ভারতীয় নথি দেখিয়ে নেপালে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের কথায় অসঙ্গতি পাওয়া গেলে এসএসবির সন্দেহ হয়।  তাদের জেরা করা হলে মায়ানমারের নাগরিককের হদিস পায় এসএসবি। তাদের জেরা করা হলে আরও তিনজনের হদিস পাওয়া যায়। 

    এসএসবির এক তদন্তকারী আধিকারিক বলেন, ২০২৩সালে ৬জন মায়ানমারের নাগরিক অবৈধভাবে মিজোরাম থেকে ভারতে প্রবেশ করে। ইতিমধ্যে তারা ভুয়ো আধারকার্ড, ভোটার কার্ড ও প্যানকার্ড বানিয়ে ফেলেছে। যা দিল্লি থেকে তৈরি হয়েছে। ওই ৬জন নাগাল্যান্ডের একটি  কলেজে ভর্তি হয়। এদিন ওই কলেজের ২৭জন পড়ুয়া শিলিগুড়িতে ঘুরতে আসে। কিন্তু ওই গ্রুপটি তিনটি ভাগ হয়ে ঘুরতে বের হয়। মায়ানমারের ছয় পড়ুয়া দুটি গ্রুপে বিভক্ত হয়ে ঘুরতে যায়। একটি গ্রুপ নেপালের অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার উদ্দেশ্যে পানিট্যাঙ্কিতে আসে। তাদের জেরা করা হলে মায়ানমারের তিন পড়ুয়াকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এসএসবি আটক করে। এরপর জেরা করে বাকি তিন জনকেও আটক করে এসএসবি। পরে ধৃত ৬জনকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেওয়া হবে বলে এসএসবি সূত্রে খবর।
  • Link to this news (বর্তমান)