• মাটিগাড়া সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার আফগান বংশোদ্ভূত ভারতীয়
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া সেনা ক্যাম্পের কাছে ঘুরঘুর করছিল আফগান বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিক। সে ভিতরে প্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ। সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গিয়ে ঠাঁই হল থানায়। যদিও ধৃতের দাবি, ওই সেনা ক্যাম্পের এক আবাসিক তাঁর থেকে কিছু টাকা ধার নিয়েছেন। সেকারণে তিনি সেই টাকা চাইতে গিয়েছিলেন। ঘটনার তদন্ত করছে পুলিস। ধৃতের নাম আসিয়া খান বলে জানিয়েছে পুলিস।‌ ধৃত আফগান হলেও বর্তমানে ভারতের অসমের বাসিন্দা। তবে এখন তিনি মাটিগাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকেন। অসমের কিছু নথি তার কাছ থেকে মিলেছে। 

    সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাটিগাড়ার সেনা ছাউনি ৩৩ কর্পস-এর ট্যাঙ্কচক গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে আসিয়া খান। এরপরই তাকে আটক করে সেনাবাহিনী। সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাকে তুলে দেওয়া হয় মাটিগাড়া থানার পুলিসের হাতে। সেনাক্যাম্পের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে তাকে আটক করে সেনা। তবে ধৃতের ভারতীয় সমস্ত নথি রয়েছে বলে জানিয়েছে মাটিগাড়া থানার পুলিস। জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, সেনা ছাউনি এলাকার বেশ কয়েকজন তার থেকে লোন নিয়েছিল। সেই টাকা সংগ্রহের জন্যই সে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিল। 

    ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ধৃত ভারতীয় নাগরিক। সে সুদের কারবার করে। সেনাবাহিনীর ক্যাম্পে সন্দেহজনকভাবে ঢোকার চেষ্টা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন তার জামিন হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)