• শিশুকন্যাকে যৌন নিগ্রহে যুবকের ২০ বছরের জেল
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহে অভিযুক্ত যুবকের ২০ বছরের জেল হল। শনিবার জলপাইগুড়ি বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর ওই সাজার নির্দেশ দেন। ময়নাগুড়ি থানা এলাকায় ঘটনাটি ঘটে ২০২১ সালের ১৮ মার্চ।

    মামলার সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, নির্যাতিতা ওই শিশুকন্যা তার ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পিছনে যায়। সেখানে তার কাকার একটি গোডাউন রয়েছে। গোডাউনের সামনে খেলার সময় মেয়েটির ভাই আশপাশে কোথাও যায়। অভিযুক্ত তখন ওই গোডাউনে কাজ করছিল। শিশুকন্যাকে একা দেখতে পেয়ে তাকে গোডাউনের ভিতরে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তার উপর যৌন নির্যাতন চালায়। এরই মধ্যে ওই শিশুকন্যার ভাই চলে আসে। সে ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার মাকে খবর দেয়। মেয়েটির মা চলে আসলে পালিয়ে যায় অভিযুক্ত।

    শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষার পর জানানো হয়, মেয়েটির উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এরপরই মেয়েটির পরিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস। পকসো আইনের ৬ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলায় মোট ৯ জন আদালতে সাক্ষ্য দেন।

    মামলার সরকার পক্ষের আইনজীবী বলেন, আদালতে জমা পড়া সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এদিন তাকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’মাসের জেলের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে নির্যাতিতা শিশুকন্যাকে ক্ষতিপূরণ হিসেবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে ৫ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছে আদালত। 
  • Link to this news (বর্তমান)