• ব্যাংককে তিরন্দাজিতে সোনা জয় করে বাড়ি ফিরতেই বাসন্তীকে ঘিরে উচ্ছ্বাস
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: ব্যাংককে আয়োজিত এশিয়ান তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা জয়ের পর শনিবার প্রথম বরাবাজারের গ্রাম ফিরলেন বাসন্তী মাহাত। এদিন বরাবাজারের পা রাখতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় এলাকার মানুষের। ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়। বরাবাজারে তাঁকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হয়। বরাবাজার থানার পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়। 

    উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত হয় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সেখান থেকে ফেরার পর তিনি কলকাতায় ফেরেন। এতদিন তিনি কলকাতায় ছিলেন। ওই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন পুরুলিয়ার বরাবাজার থানার রানসি গ্রামের বাসন্তী। প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে চীনের প্রতিযোগী ফং ইউ ঝোকে হারিয়ে সোনার পদক জিতেছেন বাসন্তী। আন্তর্জাতিকস্তরে সোনা জয় গর্বিত করেছিল পুরুলিয়া সহ গোটা দেশকে। ওই প্রতিযোগিতায় অন্য একটি ইভেন্টে দলগতভাবে বাসন্তী রুপোর পদকও জিতেছিলেন। তখন থেকেই রুখা জেলার বাসন্তীকে ঘিরে উচ্ছ্বাস ছিল সকলের। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, প্রবল ইচ্ছা শক্তি, লক্ষ্য স্থির থাকলে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিশ্বজয় করা যায়। 

    ‌বরাবাজারের রানসি গ্রামে হতদরিদ্র পরিবারে জন্ম বাসন্তীর। বাবা শান্তিরাম মাহাত চাষবাসের পাশাপাশি দিনমজুরের কাজ করেন। হতদরিদ্র মেয়েটির কাছে তিরন্দাজি ছিল স্বপ্ন। ইচ্ছা থাকলেও আর্থিক দুরবস্থা বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রত্যন্ত গ্রামের বাসন্তী। তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ এসেছিল জেলা পুলিসের উদ্যোগে। সালটা তখন ২০১৮। জেলা পুলিসের সহযোগিতায় বরাবাজার থানার উদ্যোগ ‘লক্ষ্য’ নামের এক তিরন্দাজি অ্যাকাডেমি খোলা হয়। বাসন্তী তখন অষ্টম শ্রেণিতে পড়ত। বরাবাজার থানার উদ্যোগে বিনামূল্য তিরন্দাজি শেখানো হবে। গ্রামের এক সিভিক ভলান্টিয়ার দাদার কাছে একথা শুনেছিল বাসন্তী। সে কথা শুনেই সাইকেল নিয়ে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে মাঠে পৌঁছেছিল বাসন্তী। প্রশিক্ষণ নিতে শুরু করে সেখানে। এরপরেই জেলা, রাজ্য থেকে শুরু করে একের পর এক পদক আসে তাঁর ঝুলিতে। এরপরেই চলতি বছর ফেব্রুয়ারি মাসে এশিয়ান তিরন্দাজ চ্যাম্পিয়নশিপ সিনিয়র রিকাভে সোনার পদক জয় করে। বরাবাজার থানার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় গ্রামের মেয়ে বাসন্তীকে। অভিনন্দন জানান এলাকার বিধায়ক রাজীব লোচন সোরেনও‌। এদিন বাড়ি ফিরে বাসন্তী জানান, সবাই আমার পাশে আছে খুব ভালো লাগছে। 

     বাসন্তী মাহাতকে সংবর্ধনা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্লর। উপস্থিত বিধায়ক রাজীব লোচন সরেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)