• আজ মালদহে বৈঠকে বণিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: একদিকে বিভিন্ন ই-কমার্স সংস্থার ক্রমবর্ধমান আধিপত্য। অন্যদিকে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় গজিয়ে ওঠা ডিপার্টমেন্টাল স্টোরে দাপটে কার্যত বিপন্ন মূলস্রোতের ব্যবসায়ীরা। এমনই পরিস্থিতিতে আজ রবিবার মালদহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন বণিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। মূল স্রোতের ব্যবসার ভবিষ্যৎ সুরক্ষিত করার মাধ্যমে অসংখ্য ব্যবসায়ী ও তাঁদের কর্মচারীদের পাশে দাঁড়ানোই এই প্লেনামের উদ্দেশ্য বলে জানা গিয়েছে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স সূত্রে।

    সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম বসাক বলেন,  কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনসের সভাপতি সুশীল পোদ্দার, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব ইস্টার্ন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুরজিৎ পালের মতো বণিক সংগঠনের নেতৃত্ব এই সম্মেলনে অংশ নিতে মালদহে আসছেন। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব ক’টি জেলার বণিক সংগঠনের সভাপতি ও সম্পাদকরা হাজির থাকবেন। দক্ষিণবঙ্গের বহরমপুর, নদীয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের মোট ১৬টি জেলার প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন।

    উত্তমবাবু বলেন, যাঁরা সৎভাবে চিরাচরিত পদ্ধতিতে ব্যবসা করেন এবং প্রচুর মানুষের অন্ন সংস্থানের বন্দোবস্ত করেন, ডিপার্টমেন্টাল স্টোর ও ই-কমার্স সংস্থার দাপটে তাঁদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই সারা রাজ্যের বণিক সংগঠন এবার এক হয়ে সরাসরি এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছি।

    মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর কথায়, আরও একটি বড় সমস্যা হল ইনসেনটিভ স্কিম কার্যত তুলে দেওয়ার মানসিকতা। ব্যবসায়ীরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে ভর্তুকি পেয়ে থাকেন, তা বিপুল কমানো হচ্ছে। ফলে সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীদের উপরে। আমরা সরাসরি এর বিরুদ্ধে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় শিল্পের জন্য ব্যবহৃত বিদ্যুৎ মাশুলের পার্থক্যও আমাদের কাছে উদ্বেগের বিষয়। আমরা আশাবাদী, এই সম্মেলন রাজ্যের ছোট থেকে বড়- মূলধারার সব ব্যবসায়ীদের ইতিবাচক পথের সন্ধান দেবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)