• পরিযায়ীদের আটক করে হেনস্তার অভিযোগ, পুলিসের দ্বারস্থ আত্মীয়রা
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পহেলগাঁওয়ের ঘটনার পর মালদহের হরিশ্চন্দ্রপুরের বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে থানায় আটকে রেখে হেনস্তা করার অভিযোগ উঠল রাজস্থানের জয়পুরে। পরিচয়পত্র দেখানোর পরেও রাজস্থান ছেড়ে বাংলায় ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়ায় আতঙ্কে শ্রমিকরা। পরিবারের লোকেদের নিরাপত্তার জন্য লিখিত অভিযোগ করে হরিশ্চন্দ্রপু্র থানার পুলিসের দ্বারস্থ আত্মীয়রা। পুলিস ও পরিবার সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোহর গ্রামের প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক রাজস্থানের জয়পুরে রয়েছেন।  গত বুধবার বৈশালী নগর এলাকা থেকে ২২ জন ও বৃহস্পতিবার ১১ জন শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে নিয়ে যায় সেখানকার করনী বিহার  ও নিমরানা থানার পুলিস। পরিচয়পত্র দেখানো সত্ত্বেও একদিন থানায় আটকে রাখে পুলিস। গালিগালাজ দেওয়ার পর মারধর করা হয় বলে অভিযোগ। পরিযায়ী শ্রমিক সবরাতুল আলি, সাজ্জাদ আলি ও মনিরুল আলিরা বলেন, আমরা কয়েকবছর ধরে এখানে সাফাই কর্মীর কাজ করছি। পুলিস বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। থানায় আটকে রেখে মারধর করেছে। পরিচয়পত্র দেখানোর পরেও বাংলাদেশি তকমা লাগানোর চেষ্টা করে। একদিন পর ছাড়া হয় আমাদের। 

    বহোর গ্রামের বাসিন্দা নির্মাণ ঠিকাদার সায়েদ আলি বলেন, জয়পুরে কয়েকহাজার বাঙালি শ্রমিক রয়েছেন। কয়েক বছর ধরে তাঁরা কাজ করছেন সেখানে। কাশ্মীরের ঘটনার পর এখানে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বেড়েছে। পুলিসকে পরিচয়পত্র দেখানোর পরেও বাসা থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখছে। কাজ করতে যেতে ভয় পাচ্ছেন শ্রমিকরা।

    হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, যে এলাকার অভিযোগ, সেখানকার পুলিসের সঙ্গে কথা হয়েছে।  সবাইকে ছেড়ে দিয়েছে।
  • Link to this news (বর্তমান)