• রাত আটটায় বন্ধ সোনার সমস্ত দোকান, সিদ্ধান্ত ব্যবসায়ীদের
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদ ব্লকে এখন রাত আটটায় বন্ধ হয়ে যাবে সোনার দোকানগুলি। শনিবার থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। এদিন হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সেই সঙ্গে গ্রাহকদেরও মৌখিকভাবে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নিরাপত্তার অভাবজনিত কারণেই হেমতাবাদ স্বর্ণ ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্ত। সোনার দোকানে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সমিতির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। হেমতাবাদ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উৎপল চৌধুরী বলেন, ‘বর্তমানে যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে সোনার দোকানগুলিকে টার্গেট করছে দুষ্কৃতীরা। সোনার দোকানে অপরাধ সংঘটিত হলে আমরা নতুন করে ব্যবসাকে তুলতে পারব না। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  পুলিসের পর্যাপ্ত নিরাপত্তা না পেয়েই কি রাত আটটার মধ্যে দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত? হেমতাবাদ স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদকের কথায়, ‘পুলিস প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। কিন্তু তারপরেও নিজেদের নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি হেমতাবাদে কোনও বড় চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তবে রায়গঞ্জ ব্লকে এর আগে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। হেমতাবাদে সদর এলাকায় কিছু বড় সোনার দোকান রয়েছে। এক স্বর্ণ ব্যবসায়ী রতন রায় বলেন, আমরা রাতে দোকান খোলা রাখতে ভয় পাচ্ছি। তাই আজ থেকে রাত আটটায় দোকান বন্ধ করব। হেমতাবাদের সমস্ত শিল্পী ও ব্যবসায়ীরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছি।’ পুলিস প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও স্বর্ণ ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে পুলিসি নিরাপত্তা নিয়ে। এপ্রসঙ্গে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের কথা আমাদের জানানো হয়নি। হেমতাবাদের সোনার দোকানগুলিতে নিয়মিত পুলিসের নজরদারি চলে। ব্যবসায়ী ও তাঁদের দোকানের নিরাপত্তায় কোনও খামতি  নেই। সদর এলাকা সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। সন্ধ্যার পরে পুলিসি নজরদারি আরও বেশি থাকে। ব্যবসায়ীদের নিরাপত্তার অভাব হেমতাবাদে নেই।
  • Link to this news (বর্তমান)