সংবাদদাতা, কান্দি: পরিবারে আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকেই কান্দি ব্লকের খোসবাসপুর গ্রামের ছাত্রী সাদিয়া পারভিন দিদিমার কাছে থেকে পড়াশোনা করছে। সেখানে থেকেই ওই ছাত্রী এবার মাধ্যমিকে ৬৪০ নম্বর পেয়ে এলাকায় নজর কেড়েছে। আগামী দিনে ডাক্তার হওয়ার লক্ষ্য নিয়ে এগতে চাইলেও আর্থিক বাধা পার হওয়াই তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় গোকর্ণ নিত্যগোপাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া। মাধ্যমিকে বাংলায় ৮৬ ও ইতিহাসে ৮২ পেলেও বাকি বিষয়গুলিতে সে ৯০-এর উপর পেয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, খোসবাসপুর গ্রামেই সাদিয়ার বাড়ি। কিছুটা দূরে দিদিমার বাড়ি। তিন বোনের মধ্যে সাদিয়া ছোট। তবে খুব ছোটবেলায় সাদিয়ার বাবা ও মা তার দায়িত্ব তুলে দিয়েছিল দিদিমা ওহিদা বেগমের উপর। দিদিমার তদারকিতেই সাদিয়া এই সাফল্য পেয়েছে। সাদিয়ার দিদিমা বলেন, ওর বাবা বাইরে কাজ করে। তাই নাতনির দায়িত্ব আমিই নিয়েছিলাম। পড়াশোনার জন্য ওকে শুধু সাহস দিয়েছি। এতেই সাফল্য এসেছে। সাদিয়া জানায়, পরবর্তীতে চিকিৎসক হওয়াই তার লক্ষ্য। কিন্তু আর্থিক সমস্যা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই কেউ সাহায্যের জন্য এগিয়ে এলে লক্ষ্যপূরণ হওয়া সম্ভব। সাদিয়ার মামা আবুল হাসনাত বলেন, সাদিয়ার বাবা সৌদিতে শ্রমিকের কাজ করে। ওই টাকা সংসার চালাতেই সব শেষ হয়ে যায়। এখনও মাটির বাড়িতেই বসবাস করছে। তবে সাদিয়ার লক্ষ্যপূরণে আমরা পাশে থাকব।