• আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও মাধ্যমিকে ভালো ফল, নার্স হতে চায় খড়গ্রামের রিমি
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: মাধ্যমিকে ভালো ফল করলেও ডাক্তার বা ইঞ্জিনিয়ার ইচ্ছে পূরণ হচ্ছে না আর্থিক অসঙ্গতির জন্য। তাই নার্সিং প্রশিক্ষণ নিয়েই নিজের পায়ে দাঁড়াতে চায় খড়গ্রাম ব্লকের প্রত্যন্ত দেশালপুর গ্রামের কৃতী ছাত্রী রিমি মণ্ডল। এবছর মাধ্যমিকে ৬৩৭ নম্বর পেয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে ওই ছাত্রী।

    স্থানীয় পুড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিমি। একমাত্র প্রাইভেট টিউশন ছাড়াও স্কুলের শিক্ষকরা তাকে পড়াশোনায় সাহায্য করতেন। দুই কামরার মাটির বাড়ি। একটি ঘরেই পরিবারের চারজন থাকেন। পাশের ঘরটি রান্নাবান্না ও অন্যান্য সামগ্রী রাখা রয়েছে। বাড়িতে টিউবয়েলও নেই। জল আনতে হয় দূর থেকে।

    এমন একটি পরিবারে থেকে রিমি নিজের পায়ে দাঁড়াতে চায় বলে পরিবারের দাবি। পেশায় চাষি রিমির বাবা ভাস্কর মণ্ডল জানান, মেয়েটাকে ভাল করে টিউশনও দিতে পারি না। ও নিজের চেষ্টায় এই ফল করেছে। তবে ভালো ফল করলেও ওর ইচ্ছে আমরা পূরণ করতে পারব কিনা জানি না। রিমির মা মানসী মণ্ডল বলেন, মেয়েকে ভালো জামাকাপড় ভাোলা খাবারও দিতে পারি না। এমন অবস্থায় ওর স্বপ্ন কীভাবে পূরণ করব বলুন?

    যদিও রিমি জানায়, পরিবারের আর্থিক অবস্থা আমার অজানা নয়। তাই বাবা-মাকে কষ্ট দিতে চাই না। নার্সিং প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই। ছোট ভাইকে ভালো করে পড়াতে চাই। এটাই আমার এখন লক্ষ্য। এবারের মাধ্যমিকে রিমি ইংরেজিতে ৮৯ পেয়েছে। বাকি বিষয়গুলি ৯০ ও তার উপরে পেয়েছে।
  • Link to this news (বর্তমান)