• নানা প্রতিকূলতা কাটিয়ে মাধ্যমিকে স্কুলের সেরা তেহট্টের শ্যামসুন্দর
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: বাবা বিশেষভাবে সক্ষম, মা গৃহবধূ। পরিবারের কেউ বেশি দূর লেখাপড়া জানেন না। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে স্কুলে সেরা হল চাষি পরিবারের ছেলে শ্যামসুন্দর মণ্ডল। সে তেহট্ট থানার ধোপট্ট হলধর স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র। এবার মাধ্যমিকে সে ৬৪২ নম্বর পেয়ে তাক লাগিয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বিজ্ঞান বিভাগে পড়তে চলেছে শ্যাম।

    তেহট্ট থানার ধোপট্ট দক্ষিণপাড়ায় শ্যামের বাড়ি। তার বাবা আলাপদ মণ্ডল  বিশেষভাবে সক্ষম। কোনওরকমে চাষবাস করে সংসার চালান। শ্যামের মা অজন্তা মণ্ডল গৃহবধূ। শ্যামের ভাই অর্ঘ্য এবার দশম শ্রেণিতে উঠল।

    শ্যাম ছোটবেলা থেকেই পরিশ্রমী। মাঠের কাজে বাবাকে সাহায্য করার পাশাপাশি বাড়ির নানা কাজ করত সে। এতকিছু করেও ফাঁকা সময়ে একাগ্রতার সঙ্গে পড়াশোনা করত। তিনজন গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ত। এছাড়া, পড়াশোনার প্রতি শ্যামের আগ্রহ দেখে হলধর স্মৃতি বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক তাকে সহযোগিতা করেছেন। শ্যাম বাংলায় ৮৩, ইংরেজিতে ৯০, গণিতে ৯১, ভৌতবিজ্ঞানে ৯২, জীবনবিজ্ঞানে ৯৭, ইতিহাসে ৯৫ ও ভূগোলে ৯৪ পেয়েছে।

    ছেলের এই রেজাল্ট জেনে শ্যামের বাবা-মা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ছেলে যত দূর পড়তে চায়, তত দূর পড়াতে চান তাঁরা। শ্যাম বলল, মা-বাবার সহযোগিতা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। সেইসঙ্গে স্কুলের শিক্ষক ও টিউটররা সহযোগিতা করেছেন। ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যপূরণের চেষ্টা করছি।অজন্তাদেবী বলেন, ছেলের এই ফলাফলে আমরা খুবই খুশি। ওর যত দূর পড়ার ইচ্ছা, আমরা পড়াব। হলধর স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক সৌগত মণ্ডল বলেন, পঞ্চম শ্রেণি থেকেই শ্যাম ভালো রেজাল্ট করত। আমরা ওকে যতটা পেরেছি সাহায্য করেছি। ভবিষ্যতেও সবরকম সাহায্য করব।
  • Link to this news (বর্তমান)