• চেয়ারপার্সন ও কাউন্সিলারের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত পুরসভায়
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর পুরসভায় চেয়ারপার্সন বনাম বিরুদ্ধ গোষ্ঠীর তৃণমূল কাউন্সিলারদের দ্বন্দ্ব অব্যাহত। শনিবার চেয়ারম্যান মিটিং না করার অভিযোগ তুলে ফের সরব হয়েছেন কাউন্সিলাররা। চেয়ারপার্সন বিরোধী তৃণমূলের কাউন্সিলারদের দাবি, বাজেট পাশ হয়নি। শুক্রবার বাজেট পাশের সেই আসল রেজ্যুলিউশন কপির দেখানোর দাবি জানিয়েই চেয়ারপার্সনকে ঘেরাও করেছিলেন কাউন্সিলররা। শনিবার সেই মিটিং ডেকে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছিলেন চেয়ারপার্সন। কিন্তু এদিন মিটিং না করেই চেয়ারপার্সন পুরসভা থেকেও বেরিয়ে যান। চেয়ারপার্সন বিরোধী কাউন্সিলার পলাশ দাস বলেন, আজকের মিটিংয়ে সমস্ত কিছু সমাধান করার কথা বলেছিলেন চেয়ারপার্সন। আমরা বিকেল পর্যন্ত বসে আছি কিন্তু মিটিং হয়নি। থানা থেকে বাজেটের রেজ্যুলিউশনের খাতা বাজেয়াপ্ত করার জন্য এসেছিল। কিন্তু হেডক্লার্ক হঠাৎ ছুটিতে চলে যাওয়ায়, তা হয়নি। এদিন পুলিস এসে হেডক্লার্ক যেখানে বসেন, তার আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিয়ে যায়।‌

    অন্যদিকে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার বিকেলের দিকে পুরসভার হেডক্লার্কে ঘরের সামনে সিসিটিভি ক্যামেরা বসানো হয় কোতোয়ালি থানার পুলিসের তরফ থেকে। অফিসের ভিতর দু’টি এবং বাইরে একটি ক্যামেরা বসানো হয়েছে।‌ চেয়ারপার্সন রীতা দাস বলেন, বাজেট পেশ করা হয়েছিল এবং তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল। এখন ওঁরা রেজ্যুলিউশন পরিবর্তনের দাবি করছেন। ওঁরা নিয়ম মেনে চিঠি করুক। আমরা বিষয়টা বিবেচনা করে দেখব। উল্লেখ্য, গত শুক্রবার রাত পর্যন্ত চেয়ারপার্সন রীতা দাসকে কৃষ্ণনগর পুরসভাতে ঘেরাও করে রাখেন তৃণমূলের বিরোধী কাউন্সিলররা। শেষ পর্যন্ত কোতোয়ালি থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেন। বিরোধী কাউন্সিলারদের দাবি, চেয়ারপার্সন বাজেট পাশের ‘মনগড়া’ রেজ্যুলিউশন কপি কাউন্সিলারদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। যা নিয়মবহির্ভূত বলে অভিযোগ। এমনিতেই পুরসভার বাজেটে পাশ নিয়ে বিতর্ক চলছে মার্চ মাসের শুরু থেকেই। পুরসভার তরফ থেকে বাজেট পাশের বিষয়টি জানানো হয়েছিল।
  • Link to this news (বর্তমান)