• হাঁসখালিতে পুলিসের জালে ৭ বাংলাদেশি
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাঁসখালি: রানাঘাট পুলিস জেলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় সাফল্য মিলল। হাঁসখালি থানার পুলিসের হাতে একবারে সাতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। বেশ কয়েকদিন নজরদারির পর শনিবার সকালে পুলিস তাদের নাগাল পায়। এই বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশের পর প্রায় চারবছর বিনা বাধায় দেশের নানা প্রান্তে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছিল। বাংলাদেশে ফেরার পথে তারা ধরা পড়েছে। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা রুজু হয়েছে। পুলিস জানিয়েছে, প্রায় তিন-চারবছর আগে উত্তর ২৪পরগনার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে এই সাত বাংলাদেশি ভারতে ঢুকেছিল। এরপর তারা মুম্বই, গুজরাত ও দিল্লির নানা জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। কেউ কেউ সেখানে ঘরভাড়া নিয়ে থাকত। সম্প্রতি তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার জন্য আন্তর্জাতিক মানবপাচার চক্রের দালালদের শরণাপন্ন হয়। দু’পক্ষের মধ্যে মোটা টাকা রফায় ঠিক হয়, নদীয়ার হাঁসখালি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরানো হবে। সেইমতো শনিবার ভোরে হাঁসখালি থানার রামনগর-২ পঞ্চায়েতের চরাতলা বটতলায় ওই সাত বাংলাদেশি উপস্থিত হয়। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম মনিরুল সিদ্দিকি শেখ,  শেখ আকতার, হীরা বেগম, ইসমাইল শেখ, মহম্মদ সাহেব আলি মণ্ডল, সীমা বেগম ও আমিয়া খাতুন। 
  • Link to this news (বর্তমান)