• ঝাড়গ্রাম শহরে উড়ালপুলের পূর্বদিকের রাস্তার কাজ শুরু, আনন্দিত বাসিন্দারা
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নববর্ষের প্রথম দিনে ঝাড়গ্রাম শহরের উড়ালপুল সংলগ্ন বামদিকের রাস্তার কাজের শুভারম্ভ হল। উড়ালপুল তৈরির পর দু’পাশের রাস্তা ছোট হয়ে গিয়েছিল। স্থানীয় ব্যবসায়ী ও শহরের উত্তর অংশের বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ছিলেন। মঙ্গলবার দুপুরে শুভারম্ভের অনুষ্ঠানে জেলাশাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, সাংসদ কালীপদ সরেন, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ অনান্য কাউন্সিলাররা উপস্থিত ছিলেন। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এদিনবলেন, উড়ালপুল সংলগ্ন রাস্তার কাজ দ্রুত শুরু করা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। নববর্ষের দিনে সেই কাজের শুভারম্ভ হল। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতার জন্য মুক্তকণ্ঠে প্রশাংসা করছি। উড়ালপুল সংলগ্ন রাস্তার দু’পাশের সম্প্রসারণের কাজে স্থানীয় ব্যবসায়ীরা প্রথম দিন থেকে দাবি তুলেছিলেন।প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। জেলাবাসীর দাবি মেনে শহরের কোর্ট রোড সংলগ্ন রাস্তায় ২০১১সালের আগস্ট মাসে উড়ালপুল তৈরির কাজ শুরু হয়। ২০১৫ সালে কাজ শেষ হয়। উড়ালপুল তৈরি জেরে পূর্ব ও পশ্চিম দিকের দু’পাশের রাস্তা ছোট হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা সবচেয়ে সমস্যায় পড়েন। উড়ালপুল থেকে পণ্যবীথি গলি, লোকাল বোর্ড মোড় ও পুরভবন যাওয়ার জন্য টার্নিং কোনও রাস্তা নেই। যার জেরে উড়ালপুলের উত্তরপ্রান্তে বাছুরডোবা পেট্রল পাম্প মোড় এবং উড়ালপুলের দক্ষিণ প্রান্তে শিবমন্দির মোড়ে যাতায়াতের  সমস্যা তৈরি হয়। জুবিলি মার্কেটের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। অপরিসর রাস্তার কারণে স্থানীয় বাসিন্দারা ভিন্ন পথে যাতায়াত করছিলেন। ক্রেতা কমে যাওয়ায় দু’পাশের ছোট দোকানদারদের অনেকে ব্যবসা বন্ধ করে দেন। 

    উড়ালপুলের দক্ষিণ অংশের ব্যবসায়ী গোপাল মান্না বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা দুটো না হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক সমস্যায় পড়েছিলেন। ক্ষতির মুখে পড়ে অনেকে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। রাস্তা সম্প্রসারণে জন্য পূর্বদিকের দোকানগুলি ভাঙার কাজ চলছে। স্থানীয় ব্যাবসায়ীরাই চাইছিলেন রাস্তা তৈরির কাজ হোক। সেই কাজ আজ আরম্ভ হল। প্রশাসন ও পুরসভাকে ধন্যবাদ জানাচ্ছি। অপর ব্যবসায়ী বিকাশ ঘোষ বলেন, একসময় শহরের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল জুবিলি মার্কেট। উড়ালপুল তৈরির ফলে রাস্তা দু’টো ছোট হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমরা রাস্তা তৈরির দাবি জানাচ্ছিলাম। উন্নয়নের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল।

    পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, রাস্তা দু’টি তৈরি হলে স্থানীয় ব্যবসায়ী ও শহরের বাসিন্দারা উপকৃত হবেন। উড়ালপুলের দু’প্রান্তে  যানজট কমবে। দ্রুত কাজ শেষ করতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, উড়ালপুলের উত্তর ও দক্ষিণ অংশের রাস্তা তৈরির জন্য আগেই অর্থ বরাদ্দ হয়েছিল। পূর্ব দিকের রাস্তার কাজ শুরু হয়েছে। পশ্চিম দিকের রাস্তার কাজ দ্রুত শুরু হবে। 
  • Link to this news (বর্তমান)