নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনকয়েক আগেই বড়বাজারের এক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে ১৪ জনের। সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়াচ্ছে শহরবাসীকে। তার মধ্যেই ফের বড়বাজার লাগোয়া কলাকার স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল। ঘটনার সূত্রপাত শনিবারে। রাত ১০টা নাগাদ একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। ওই গোডাউন থেকে আচমকাই ধোঁয়া ও আগুন বের হতে দেখেন স্থানীয়রা। তীব্র চাঞ্চল্য ছড়ায় ব্যস্ত কলাকার স্ট্রিটে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিস।