নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরের দখল নিতে বৃদ্ধা মাকে মারধর করে জখম করার ঘটনায় অভিযুক্ত ছেলেকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ওই আদেশ দিয়েছে। বিচারক ওই সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের হাজতবাসের নির্দেশ দেন।
শনিবার এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অসীম কুমার জানান, ২০১৬ সালে বেলেঘাটা থানা এলাকায় ওই ঘটনা ঘটে। পরে ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। সরকারি কৌঁসুলি এদিন জানান, এক সময় এই অভিযুক্ত জামিন পেয়ে চম্পট দিয়েছিলেন। ফলে আদালত অভিযুক্ত ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেওয়া হয় বেলেঘাটা থানাকে। সেই আইনি পরোয়ানার ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।
তদন্ত শেষ করে পুলিস শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। পরে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। আদালতে সাক্ষ্য দেন ১২জন। অভিযোগকারিণী বৃদ্ধাও ছিলেন অন্যতম সাক্ষী। তিনি কোর্টে সাক্ষ্য দিতে এসে ছেলেকে শনাক্তও করেন। দীর্ঘ শুনানির শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করে।