সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে গ্রামের ইটের রাস্তা। সমস্যায় পড়েছেন কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের হরিপুর জেলেপাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তায় অনেক জায়গায় ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোনও গাড়ি এই রাস্তায় ঢুকতে পারে না। এমনকী সাইকেলও চালানো যায় না। হেঁটে যাওয়ার সময়ও গ্রামবাসীরা হোঁচট খেয়ে পড়ে যান। বিশেষত গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাঁকে কোলে তুলে দীর্ঘ পথ হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। রাতের বেলায় আরও সমস্যা হয়। তার উপর এক পশলা বৃষ্টি হলে কেউ ঠিক মতো হেঁটে যাতায়াত করতেও পারেন না। এছাড়াও এই এলাকায় জল নিকাশির ভালো কোনও ব্যবস্থা নেই। তাই বৃষ্টি হলেই রাস্তার উপরে হাঁটু সমান জল জমে যায়। তখন স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করতে পারে না। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
এই রাস্তার দুই ধারে প্রায় ১০০টি পরিবার রয়েছে। প্রায় ২৫ বছর আগে তাঁরা নিজেরা টাকা দিয়ে ইটের রাস্তাটি তৈরি করেছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত এই রাস্তাটি একবারও মেরামত করা হয়নি। সেই কারণেই এমন বেহাল দশা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। তাঁরা বলেন, সামনে বর্ষাকাল রয়েছে। এখনই রাস্তাটি মেরামত করা না হলে সবাইকে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সবিতা দাস বলেন, প্রায় ১০ বছর ধরে এই এক কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে পড়ে। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, বিষয়টি নজরে রয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি তৈরি করা হবে। ঠিকাদার দেখে গিয়েছেন। শীঘ্রই কাজ শুরু হবে। নিজস্ব চিত্র