বারাকপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ খতিয়ে দেখলেন জেলাশাসক
বর্তমান | ০৪ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত বছর বারাকপুরে বেশ কয়েকজনের ডেঙ্গু হয়েছিল। এবার তাই আগে থেকে সতর্ক পুরসভা ও প্রশাসন। শনিবার ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে বারাকপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন জেলাশাসক শারদকুমার দ্বিবেদী। সঙ্গে ছিলেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ, চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলম প্রমুখ। এদিন ধনিয়াপাড়া এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে কী ধরণের কাজ হচ্ছে, তা জেলাশাসক ঘুরে দেখেন।
২০২৩ সালে বারাকপুর পুরসভার ৬ ও ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছিল। যদিও পরের বছর ২০২৪ সালে তা অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছিল পুরসভা। এবারও যাতে এলাকায় ডেঙ্গুর প্রকোপ না হয়, সেজন্য স্থানীয় পুরসভার আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক। মহকুমাশাসক সৌরভ বারিক বলেন, যে এলাকায় ডেঙ্গু প্রকোপের অতীত রেকর্ড রয়েছে, সেই এলাকাগুলি আগেভাগেই চিহ্নিত হয়েছে। বর্ষার আগে পুরসভাগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে জেলাশাসক পরিদর্শন করেছেন এবং ডেঙ্গু দমনে প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন। জেলাশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ভালো কাজ করছে পুরসভা। সেটাই দেখতে গিয়েছিলাম। যাতে ডেঙ্গু না বৃদ্ধি পায়, সে ব্যাপারে সতর্ক করা হল। তবে এখনও ডেঙ্গুর প্রকোপ দেখা যায়নি।
এদিন মোহনপুর গ্রাম পঞ্চায়েতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সূচনাও করলেন জেলাশাসক। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, এই পঞ্চায়েত খুবই বড়। এদিন ১৩০টি বাড়ি নিয়ে জঞ্জাল ব্যবস্থাপনা কাজের সূচনা হল। এরপর গোটা পঞ্চায়েত এলাকার জঞ্জাল অপসারণের পরিকল্পনা করা হবে।