রুফ টপ রেস্তরাঁর অবৈধ নির্মাণ ভাঙা হল পার্ক স্ট্রিটে, ছাদের ব্যবহার নিয়ে নির্দেশিকা
বর্তমান | ০৪ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনিভাবে নির্মিত রুফ টপ ক্যাফে, রেস্তরাঁয় অভিযান শুরু করল কলকাতা পুরসভা। শনিবার পার্ক স্ট্রিট এবং সাদার্ন অ্যাভিনিউয়ে দু’টি রুফ টপ রেস্তরাঁয় অভিযান চলে। পার্ক স্ট্রিটে অবৈধ নির্মাণ ভাঙা গেলেও আইনি জটিলতার কারণে সাদার্ন অ্যাভিনিউতে তা করা যায়নি।
এদিকে, ছাদের ব্যবহার নিয়ে এদিনই পুরসভা নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ছাদ ‘কমন এরিয়া’। সেখানে সংশ্লিষ্ট বিল্ডিংয়ের যে কেউ যাতায়াত করতে পারে। কোথাও কোনও বাধা বা দখলদারি (অবস্ট্রাকশন) চলবে না। ‘কমন করিডর’ ফাঁকা রাখতে হবে, যাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় বড় বিপদ এড়ানো যায়। খোলা ছাদের উপর কোনও মিউটেশন অনুমোদন করা হবে না। অর্থাৎ, পরোক্ষভাবে পুরসভা জানিয়ে দিয়েছে, ছাদ আটকে কোনও ক্যাফে, বার, রেস্তরাঁ কিংবা অন্য কোনও ব্যবসা করা যাবে না। যদিও শপিং মল, ব্যক্তিগত মালিকানার বাড়ি বা পুরো বাড়িতেই রেস্তরাঁ চলছে, এমন কোনও বিল্ডিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কীভাবে কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
শনিবার সকালে পার্ক স্ট্রিটে একটি পরিচিত বহুতলের ছাদে থাকা রেস্তরাঁর অবৈধ নির্মাণ ভাঙা হয়। সেখানে ছাদের উপর শেড তৈরি করে ব্যবসা চলছিল। সেই শেড ভেঙে দিয়েছে পুরসভা। সাদার্ন অ্যাভিনিউতে একটি নামকরা ক্যাফের বেআইনি অংশ ভাঙতে গেলে বাধা পায় পুরসভা। প্রথমে সেখানকার কর্মীরা আপত্তি জানান। পরে ওই রেস্তরাঁর মালিক আদালতের একটি নির্দেশ দেখান। জুন মাস পর্যন্ত ওই নির্মাণ ভাঙার উপর স্থগিতাদেশ থাকায় শেষ পর্যন্ত ফিরে আসতে হয় পুরকর্মীদের।
এদিন, পুরসভা যে নির্দেশিকা জারি করেছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, কোনও বিল্ডিং বা বহুতলের ছাদের দরজা বা ছাদে যাওয়ার সিঁড়ির দরজা তালাবন্ধ করে রাখা যাবে না। সমস্ত কমন করিডর, ছাদে ওঠার সিঁড়ি খোলা রাখতে হবে। বিল্ডিংয়ের কমন এরিয়া, করিডর, কমন প্যাসেজ, সিঁড়ি বা ছাদে মালপত্র জমিয়ে রাখা যাবে না। কলকাতা পুরসভার এই নির্দেশিকা সমস্ত বিল্ডিং বা আবাসন কর্তৃপক্ষ, আবাসিক বা বাসিন্দা, ডেভেলপার, প্রোমোটারদের মেনে চলতে হবে। পাশাপাশি, পুরসভার সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন ছাদে কোনও সম্পূর্ণ বা আংশিক মিউটেশন না দেয়। এক পুরকর্তা বলেন, ‘শহরের অন্তত ৯০ শতাংশ রুফ টপ রেস্তরাঁ নিয়ম বহির্ভূতভাবে চলছে। সেগুলিকে নিয়মের ঘেরাটোপে আনাই মূল লক্ষ্য।’ তবে এসব সিদ্ধান্ত শুধুমাত্র মাল্টি ইউনিট বা বহুতল আবাসনের জন্যই প্রযোজ্য। শপিং মল কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহৃত বহুতলে রেস্তরাঁ, ক্যাফে বা বার চলতেই পারে। সেক্ষেত্রে বিল্ডিং আইন মেনে এবং মানুষের নিরাপত্তার বিষয় মাথায় রেখে ব্যবসা চালাতে হবে। নিজস্ব চিত্র