নিউটাউনে ২২৭ এলাকা, সেক্টর ফাইভের একাধিক বহুতল ও রুফ টপ রেস্তরাঁয় হানা
বর্তমান | ০৪ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বড়বাজারের ঋতুরাজ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৪ জন। শুক্রবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি ফ্যাক্টরিতেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। এই পরিস্থিতিতে শহরের ফায়ার সেফটি বা অগ্নিসুরক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ নিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এবং নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)। এনকেডিএ কর্তৃপক্ষ ছ’টি পরিদর্শন দল গঠন করেছে। শহরের ২২৭টি এলাকায় সরজমিনে পরিদর্শন শুরু হয়েছে। সেই সঙ্গে এনডিআইটিএ কর্তৃপক্ষও সেক্টর ফাইভের বহুতল এবং রুফ টপ রেস্তরাঁয় সরেজমিনে পরিদর্শন করছে। কর্তৃপক্ষের দাবি, আগাম সতর্কতার জন্যই এই পদক্ষেপ।
শনিবার থেকে নিউটাউন এবং সেক্টর ফাইভে পরিদর্শন শুরু হয়েছে। জানা গিয়েছে, এনকেডিএ কর্তৃপক্ষ যে ছ’টি পরিদর্শন টিম গঠন করেছে, তাতে তিনজন করে সদস্য রয়েছেন। দু’দিনে নিউটাউনের ২২৭টি এলাকায় পরিদর্শন শেষ করা হবে। রবিবার যে চত্বর বন্ধ থাকবে, সেখানে সোমবার অভিযান হবে। নিউটাউনের যে আবাসনে ‘নন-রেসিডেন্সিয়াল’ অর্থাৎ বাণিজ্যিক কাজকর্ম চলছে, সেগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কারণ, এসব ক্ষেত্রে আবাসনের ভিতরেও ঝুঁকি থাকে। সেখানে বৈধ অনুমতিপত্র আছে কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা যথাযথ কি না, দমকলের নো অবজেকশন সার্টিফিকেটের মেয়াদ আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রত্যেককে অগ্নি সুরক্ষা নিয়ে সচেতনও করা হচ্ছে।
একইভাবে সেক্টর ফাইভের বহুতলেও এদিন থেকে পরিদর্শন শুরু করেছে এনডিআইটিএ। প্রসঙ্গত, শুক্রবারের অগ্নিকাণ্ডের সময় রাস্তার ধারে অনেক গাড়ি ও বাইক পার্কিংয়ের কারণে দমকলের ইঞ্জিন ঢোকাতে বেগ পেতে হয়। তাই পার্কিং নিয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্টর ফাইভে ৬০০ গাড়ি থাকার মতো বহুতল পার্কিং প্লাজা রয়েছে। আরও একটি পার্কিং প্লাজা তৈরির পরিকল্পনা নিয়েছে এনডিআইটিএ। গত বছর সেক্টর ফাইভের ২০৪টি বহুতলে ‘ফায়ার সেফটি অডিট’ হয়েছিল। এবারও সেই অডিট শুরু হতে চলেছে।