• ভ্যাবলা স্টেশনের বস্তিতে আগুন
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বসিরহাটের ভ্যাবলা রেলস্টেশন লাগোয়া বস্তিতে বিধ্বংসী আগুন লাগে শনিবার দুপুরে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টি বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার ভ্যাবলা স্টেশন (হাসনাবাদ লাইন) সংলগ্ন বস্তিতে এদিন বেলা ২টো নাগাদ আগুন লেগে যায়। দু’টি বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিস ও দমকলকে। ঘরের মধ্যে রান্নার গ্যাস বা দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল দাস জানান, ভারতী দাস ও বাসন্তী মণ্ডলের বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা কেউই ওই সময় বাড়িতে ছিলেন না। অসহায় দু’টি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)