• মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর, রাজনীতিতে নামতে চায় হাবড়ার সৌম্যজিৎ
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: ‘সমাজকে ভালো কিছু উপহার দিতে রাজনীতিতে নামব,’ মাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেয়ে এমন বেনজির লক্ষ্যের কথা জানাল হাবড়ার সৌম্যজিৎ সাহা। শনিবার হাবড়া থানায় ডেকে তাঁকে সংবর্ধনা দেন পুলিস ও প্রশাসনিক আধিকারিকরা। ফুল, মিষ্টি ও একটি ল্যাপটপ উপহার দেন আইসি অনুপম চক্রবর্তী। অনুষ্ঠানে ছিলেন হাবড়া এক নম্বরের বিডিও সুবীর দণ্ডপাট।

    হাবড়ার বিড়া নারায়ণপুরে বাড়ি সৌম্যজিতের। বাবা বিশ্বজিৎ সাহা হাবড়া থানার সিভিক ভলান্টিয়ার। অধিকাংশ সময়ে ডিউটিতে থাকতে হয় তাঁকে। সৌম্যজিৎ রাউতারা স্কুল থেকে এবছর মাধ্যমিক দিয়েছে। ৯৫ শতাংশ নম্বর পেয়েছে। প্রাপ্ত নম্বর ৬৬৪। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে নামতে চায়। কৃতী ছাত্রটির বক্তব্য, বিদ্যালয়ের এক শিক্ষক বলতেন, কোনও ভালো কাজে বুদ্ধিমান বা মেধাবী পড়ুয়ারা এগিয়ে আসে না। পিছনের সারিতে থাকা পড়ুয়ারাই এগিয়ে এসে সব কাজ করে। ভালো ছেলেরা তো চাকরি পেয়ে বিদেশে চলে যাবে। আমি ৯৫ শতাংশ নম্বর পেয়ে বাইরে নয় এদেশেই থাকব। রাজনীতিতে নাম লিখিয়ে সমাজকে ভালো কিছু উপহার দেব! এটাই আমরা ভাবনা। আমার চিকিৎসক হওয়ারও ইচ্ছে। এর মাধ্যমেও সমাজে ভালো কিছু করা যায়। পুলিস কর্তাদের কাছ থেকে সম্মান পেয়ে দায়িত্ব আরও বেড়ে গেল। হাবড়া থানার আইসি বলেন, আমরা চাই সৌম্যজিৎকে দেখে পুলিস পরিবারের অন্যান্যরাও অনুপ্রাণিত হোক।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)