• বিবাদ, খুন পড়শি
    বর্তমান | ০৪ মে ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: বজবজ থানা এলাকার বুঁইতা গ্রামের দুই পড়শির মধ্যে বিবাদের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। মৃতের নাম গোপাল মণ্ডল (৭০)।  ঘটনাটি ঘটেছিল ১ মে বিকেলে। তারপর থেকে গোপালবাবু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত রামপ্রসাদ পোড়েলের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। তিনি এখন পলাতক। এদিন সন্ধ্যায় ভাসাতে ডায়মন্ডহারবার পুলিস জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সুপার রাহুল গোস্বামী। তিনি বলেন, ওই দু’জন চাষ আবাদ করতেন। রামপ্রসাদ পোড়েলের গবাদি পশু গোপালবাবুর বাগানে ঢুকে সব্জি খেয়ে নেয়। এনিয়ে বিবাদ বাধে। আচমকা রামপ্রসাদ ধারালো অস্ত্র দিয়ে গোপালবাবুর কপালে আঘাত করেন। তাতে তিনি মারাত্মক জখম হন। এরপর তাঁকে প্রথমে বাঙ্গুর, সেখান থেকে এসএসকেএম নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (বর্তমান)