‘দিতে হবে ১০০ দিনের কাজ, নইলে চাই ভাতা’, দাবি তুলে পথে নামছে বামেরা
বর্তমান | ০৪ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ না দিলে, দিতে হবে ভাতা! এবার ১০০ দিনের কাজের শ্রমিকদের জন্য এই দাবিতেই আন্দোলনে নামছে বামেরা। প্রয়োজনে এনিয়ে আদালতে যাওয়ার কথাও ভাবছে তারা। ২০ এপ্রিল বামেদের শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তিবাসী সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হয়েছে। আগামী বিধানসভা ভোটে মেহনতি মানুষদের পাশে পেতে চাইছে লাল পার্টি। কিন্তু মেহনতি মানুষদের পাশে পেতে কোন পথে হাঁটবে বামেরা? দিন কয়েক আগেই শ্রমিক সংগঠনগুলি এনিয়ে বৈঠকে বসেছিল। ঠিক হয়েছে, ১০০ দিনের কাজ চালু করার দাবিতে ২৭ মে থেকে ৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে ব্লকে-পঞ্চায়েত অফিসে আন্দোলন-ধর্না হবে।
বামেদের খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি তুষার ঘোষ বলেন, ১০০ দিনের আইনে আছে, কাজ চাইলে কাজ দিতে হবে। না হলে ভাতা দিতে হবে। সিপিএম ভাতা বিরোধী নয়। বামফ্রন্ট আমলে মৎস্যজীবী ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, কৃষক পেনশন হয়েছে। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে নই। আমাদের দাবি, ‘লক্ষ্মীর’ ঘরের ছেলে-মেয়েকে কাজও দিতে হবে।
কিন্তু ১০০ দিনের কাজের টাকা তো কেন্দ্র দেয়। কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্য সরকার একাধিকবার সরব হয়েছে। তুষারবাবুর অভিযোগ, ১০০ দিনের কাজে দুর্নীতি ধরা পড়েছে। আমরা বলছি, শাস্তি দিয়ে টাকা দেওয়া শুরু করতে হবে। আইনে আছে, অনন্তকাল টাকা বন্ধ রাখতে পারে না। আসলে ১০০ দিনের কাজ চলুক, মোদি সরকারই এটা চায় না। এর পাশাপাশি ১০০ দিনের কাজ ফের চালু করার দাবিতে আদালতে যাওয়া, দিল্লিতে অন্যান্য সংগঠনের সঙ্গেও এনিয়ে বৈঠকের পরিকল্পনাও নেওয়া হয়েছে।