• রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত
    এই সময় | ০৪ মে ২০২৫
  • এই সময়: কখনও রোদ, কখনও মেঘলা, মানে মেঘ ও রোদের খেলা। আগামী অন্তত তিন দিন, মঙ্গলবার পর্যন্ত মোটের উপর গোটা রাজ্যের আবহাওয়া এমনই থাকার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। তাদের পূর্বাভাস অনুয়ায়ী, অধিকাংশ দিনে সন্ধে নামলেই বিলকুল পাল্টে যাবে আবহাওয়া।

    সন্ধের পর অধিকাংশ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এই তিন দিনই সন্ধে নামার পর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। হাওয়া অফিস জানিয়েছে, মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড় এবং ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয়।

    আজ, রবিবার ঝড়–বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায়। এই জেলাগুলোয় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস ও তার সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোয় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ, রবিবার বিকেলের পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে।

    আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলোতেও আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা জানিয়েছে, আপাতত আগামী এক সপ্তাহে বাংলায় তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। শনিবার রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায়— ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এ দিন নামে ২১ ডিগ্রি সেলসিয়াসে।

    হাওয়া অফিস জানাচ্ছে, বাংলাদেশের উত্তর দিকে ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এলাকা থেকে বাংলাদেশের উত্তর দিকের ওই এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়–বৃষ্টির সতর্কতা রয়েছে।

    কাল, সোমবার ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এই জেলাগুলো তো বটেই, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সব ক’টি জেলায় বিক্ষিপ্ত ভাবে গড়ে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। পরশু, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলায়, তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে।

    উত্তরবঙ্গের জেলাগুলোতেও মঙ্গলবার পর্যন্ত ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।

  • Link to this news (এই সময়)