• এসআই থেকে সোজা এসপি? ভবানী ভবন প্রস্তাব পাঠাল নবান্নে
    এই সময় | ০৪ মে ২০২৫
  • কলকাতা পুলিশের ধাঁচে এ বার রাজ্য পুলিশেও সরাসরি সাব ইনস্পেক্টর পদে যোগ দেওয়া অফিসারদের পদোন্নতি দিয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের মর্যাদা দেওয়ার জন্যে নতুন পদ সৃষ্টি করতে সরকারকে প্রস্তাব দিল ভবানী ভবন। রাজ্য পুলিশের তরফে ১৭টি পুলিশ সুপার পদ এবং ২৪টি অতিরিক্ত পুলিশ সুপার পদ তৈরির আবেদন করা হয়েছে।

    এতদিন রাজ্য পুলিশে সরাসরি নিয়োগ পাওয়া সাব ইনস্পেক্টররা পদোন্নতি পেলে শেষ বয়সে ডিএসপি পর্যন্ত হতে পারতেন। নতুন সুপারিশ অনুযায়ী, সরাসরি আইপিএসের পাশাপাশি এখন থেকে আমর্ড ফোর্স ও আন–আমর্ড ফোর্সে কর্মরত সাব ইনস্পেক্টরদের বিভিন্ন জায়গায় আইপিএসদের সঙ্গেই দ্বিতীয় ডিসি বা দ্বিতীয় পুলিশ সুপার পদে এবং ট্র্যাফিক পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ করতে চায় পুলিশ ডিরেক্টরেট।

    এই সুপারিশ বাস্তবায়িত হলে বছরে ১৭টি এসপি বা ডিসি পদের জন্যে সরকারের বেতন বাবদ খরচ হবে প্রায় ২৫ কোটি ৪৮ লক্ষ টাকা এবং ২৪টি অতিরিক্ত পুলিশ সুপারের বেতন দিতে বার্ষিক খরচ হবে ২৫ কোটি ৬৪ লক্ষ টাকা।

    এর আগেও রাজ্য পুলিশে এমন পদ তৈরির উদ্যোগে বিতর্ক হয়েছে। সাব ইনস্পেক্টরদের জন্যে এমন পদ তৈরি হলে তাঁরা সরাসরি আইপিএস পদমর্যাদা পাবেন কি না, তা নিয়ে জল্পনাও রয়েছে। কলকাতা পুলিশের গঠনতন্ত্র অনুযায়ী, সেখানে আইপিএসদের পাশাপাশি সার্জেন্ট এবং সাব ইনস্পেক্টর পদে সরাসরি নিয়োগ পাওয়া অফিসাররা পদোন্নতি পেতে পেতে সংরক্ষিত ডিসি পদে উন্নীত হতে পারেন।

    বর্তমানে এমন ৩২টি ডিসি পদ রয়েছে। ১৬টিতে সার্জেন্ট থেকে ও অন্য ১৬টিতে সাব ইনস্পেক্টর থেকে প্রোমোশন পেয়ে ডিসি হওয়ার সুযোগ রয়েছে। যে সুযোগ এতদিন রাজ্য পুলিশে ছিল না। আবার কলকাতা পুলিশে সাব ইনস্পেক্টররাই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে পদোন্নতি পান।

    রাজ্য পুলিশের প্রস্তাব অনুযায়ী, ২৪টি অতিরিক্ত পুলিশ সুপার পদ তৈরি হলে জেলা এবং পুলিশ জেলা মিলিয়ে ২৪টি ট্র্যাফিক বিভাগে তাঁদের নিয়োগ করা হবে। বিধাননগর, ব্যারাকপুরের মতো রাজ্য পুলিশের এলাকার ছ’টি কমিশনারেটেও ট্র্যাফিকের ডিসি–২ পদে তাঁদের নিয়োগ করা যাবে। তবে অবসরপ্রাপ্ত এক আইপিএস অফিসারের প্রশ্ন, তা হলে কি সাব ইনস্পেক্টররা পদোন্নতি পেলে আইপিএসদের সমমর্যাদা পাবেন? আইপিএস মহলের আরও বক্তব্য, বছরের পর বছর সাব ইনস্পেক্টর থেকে কনস্টেবলের বহু পদ শূন্য। সে সব পদে নিয়োগ অনেক বেশি জরুরি।

  • Link to this news (এই সময়)