টানা দশদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার উপর গুলি চালাচ্ছে পাকিস্তান। শনিবার মাঝ রাতে ফের ভারতীয় সেনার উপর গুলি চালায় পাকিস্তানি সেনা। এ দিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলি চালায় পাকিস্তানি সেনা। ভারতীয় সেনাবাহিনীও গুলির মাধ্যমে পাল্টা জবাব দেয় পাকিস্তানকে।
আজ দেশজুড়ে সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET-UG) অনুষ্ঠিত হবে। আগেই দিন ঘোষণা করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। জানা গিয়েছে, রবিবার পরীক্ষায় বসবেন প্রায় ২২.৭ লক্ষ পরীক্ষার্থী। আজ ৫০০টি শহরের ৫,৪৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে NEET-UG-এর পরীক্ষা। গত বছর ৪,৭৫০টি কেন্দ্রে NEET-UG পরীক্ষা হয়েছিল। গত বছর NEET-UG-তে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল দেশ জুড়ে। তাই এ বছর এই পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। কড়া নজরদারির মধ্যে আজ অনুষ্ঠিত হবে NEET-UG পরীক্ষা।
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে। শনিবারই পাকিস্তানি পণ্যের সব ধরনের আমদানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত। এমন আবহে কয়েক ঘন্টা পার হতে না হতেই নয়া পদক্ষেপ নিল পাকিস্তান। ভারতের পতাকা-সহ কোনও পণ্যবাহী জাহাজ পাকিস্তানের বন্দরগুলিতে প্রবেশ করতে পারবে না। ভারতের জন্য সেই বন্দরগুলোর ব্যবহার নিষিদ্ধ করল পাকিস্তান।
পহেলগামের পর তলানিতে গিয়ে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এর মধ্যে ফের পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে বেশ কিছু পদক্ষেপ করেছে ভারত। ভারত পাকিস্তানি পণ্যের সব ধরনের আমদানি নিষিদ্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান নতুন করে কোনও পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার। এর পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পহেলগাম কাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের খোঁজ পাওয়া যায় কিনা সে দিকে নজর থাকবে।
আইপিএলে আজ ইডেনে কেকেআরের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। রাজস্থান প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও কলকাতার কাছে আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আজকে কেকেআর জিততে না পারলে প্লে-অফে ওঠার ক্ষেত্রে বড় সমস্যা হবে। এই ম্যাচ শুরু হবে বিকেল ৩:৩০ থেকে। এর পর সন্ধ্যে ৭:৩০ থেকে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে মুখোমুখি লড়াই করবে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। তবেো কোন ম্যাচে কে জেতে এখন সেটাই দেখার।
আগামী অন্তত তিন দিন, মঙ্গলবার পর্যন্ত কখনও রোদ ও কখনও মেঘলা আকাশের দেখা মিলবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আজ বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার রয়েছে। কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। রবিবার ঝড়–বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায়। এই জেলাগুলোয় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সন্ধের পর অধিকাংশ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এই তিন দিনই সন্ধে নামার পর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।