বসিরহাটে মধ্যরাতে পুলিসের বিশেষ অভিযান, উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট
বর্তমান | ০৪ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। পুলিসের বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে জাল নোট। শনিবার গভীর রাতে বসিরহাটের মাটিয়া থেকে ৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিস। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ জনকে।জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়ার খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে হানা দেয় মাটিয়া থানা ও বসিরহাট জেলা পুলিসের বিশেষ টিম। আচমকা হানা দেওয়ার জেরে ওই বাড়ি থেকে উদ্ধার হয় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট। এর মধ্যে ২০০, ৫০০ এবং দু'হাজার টাকার নোট রয়েছে।ঘটনায় বাড়ির মালিকের ভাই শেখ আবুল রাজাকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে, বাড়ির মালিক পলাতক। এই বিপুল পরিমাণে জাল নোট কেন বাড়িতে রাখা হয়েছিল, তা কোথায় পাচারের ছক কষা হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।