নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে বৃষ্টির আশঙ্কা। গতকাল, শনিবার বিকেলের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা ফলপ্রসূ হয়নি। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে, বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবারেও। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। যদিও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। কিন্তু বিকেলের পর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস মোতাবেক, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। গতকাল, শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে পর্যন্ত গোটা রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। তারপর ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে জেলায় তাপমাত্রা বাড়বে। ওই সময়ে ব্যাপকভাবে না-হলেও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ৮ তারিখের পর ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা কমবে।