• বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, সুর চড়াল তৃণমূল
    দৈনিক স্টেটসম্যান | ০৪ মে ২০২৫
  • বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা নিয়ে অতীতে সরব হয়েছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ফের সুর চড়ালেন আরও এক তৃণমূল নেতা ও রাজ্য সভার সদস্য সামিরুল ইসলাম। বীরভূমের এই লড়াকু নেতা শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন। তিন পাতার সেই চিঠিতে তিনি অভিযোগ জানিয়েছেন, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থা করা হচ্ছে। তাঁদের উপার্জনের অর্থ এমনকি আধার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। এই সব অন্যায় রুখতে দ্রুত পদক্ষেপ করুক কেন্দ্র সরকার।

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে বাংলার এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন তৃণমূল সাংসদ। সামিরুলের দাবি, এবার থেকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক রাজ্যকে কড়া নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যে অভিযোগ তুলছেন, তা ভালোভাবে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ক্রমাগত সমন্বয় রাখার দাবি জানিয়েছেন তিনি।

    তৃণমূল সাংসদ সামিরুলের আরও দাবি, ২০১৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। এটা পরিকল্পিত হামলা বলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তিনি। বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন আতঙ্কে কাটাচ্ছেন। করোনাকালে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়েছিল তাঁদের। সুবিধা-অসুবিধায় রাজ্য সরকারই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন। তার জন্য পদক্ষেপ নিক কেন্দ্র।

    প্রসঙ্গত করোনার সময়ে দেশজুড়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ ওঠে। এ বিষয়ে কেন্দ্রের মোদী সরকার ও বিজেপির শাসিত রাজ্যগুলির প্রশ্ন তোলে বাংলার শাসকদল ও সরকার। সে সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেন বীরভূমের লড়াকু নেতা সামিরুল ইসলাম। তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামিরুলের দায়িত্বজ্ঞান দেখে তাঁকে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত কমিটির শীর্ষ পদে বসান। বর্তমানে তিনি রাজ্য সভার সাংসদ। কিন্তু এখনও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাহায্য করে চলেছেন সামিরুল ইসলাম।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)