• রবিবার আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি
    প্রতিদিন | ০৪ মে ২০২৫
  • নিরুফা খাতুন: শেষবার ইডেন গার্ডেন্সে নাইটদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এক পয়েন্ট হারাতে হয় কলকাতাকে। আজ রবিবারের ম্যাচেও কি বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে তেমনটাই আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেলে মহানগরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয় দক্ষিণনবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গই নয় উত্তরেও বৃষ্টি হবে।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার জেরে বৃষ্টি সম্ভাবনা বেশি বলেই খবর। আলিপুর অফিসের পূর্বাভাস, রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে রবিবার আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তার মধ্যে বেশিরভাগই পশ্চিমের জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

    রবিবার সকালে কলকাতার আকাশ পরিষ্কারই থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হবে। বিকেল বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিভিন্ন জেলায় দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের জেলায়। বুধবারের পর ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
  • Link to this news (প্রতিদিন)