• জাতীয়তাবাদে শাণ, পথে নেমে ঘর গোছানোর চেষ্টায় বিজেপি
    আনন্দবাজার | ০৪ মে ২০২৫
  • নজরে পড়ার মতো কর্মসূচি নেই। সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়া কবে শেষ হবে, নিশ্চিত নয় তা-ও। পহেলগামের সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে দলের পূর্বঘোষিত ‘গ্রামে চলো’ কর্মসূচি আপাতত হচ্ছে না। এর মধ্যেই দলের শীর্ষ নেতাদের ‘কথার লড়াই’, মেদিনীপুরে কর্মীদের মারামারির ঘটনায় বঙ্গ বিজেপির বিড়ম্বনা বেড়েছে বলেই মত রাজনৈতিক শিবিরের। এর মধ্যেই আগামী ৭ মে বিধাননগরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসতে চলেছে বিজেপি। আর তার আগেই পহেলগামের ঘটনার সূত্রে কেন্দ্র যে নির্দেশিকা দিয়েছে, রাজ্যের বিরুদ্ধে তা না-মানার অভিযোগ তুলে আগামী কাল, সোমবার জেলায়-জেলায় আন্দোলনে নামছে বঙ্গ বিজেপি। রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা, সংগঠনের উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে, জাতীয়তাবাদের আবেগে আরও বেশি করে শাণ দিয়ে কর্মীদের আন্দোলমুখী করতে চাইছে বিজেপি।

    বিজেপি সূত্রের খবর, সব ঠিক থাকলে ৭ মে বিধাননগরের একটি হোটেলে দলীয় বৈঠকে কেন্দ্র, রাজ্যের নেতারা, দলের সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বের থাকার কথা। তার আগেই পথে নামছে বিজেপি। বঙ্গ বিজেপির বক্তব্য, পহেলগামের ঘটনার পরে নির্দিষ্ট দিনের মধ্যে ভারতে থাকা পাকিস্তানের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে ব্যবস্থা নিতে সব রাজ্যকেও নির্দেশ দিয়েছিল মন্ত্রক। কিন্তু ভোট-ব্যাঙ্কের কথা মাথায় রেখে রাজ্য সেই নির্দেশ মানছে না, এমন অভিযোগ তুলে ৫ মে জেলাশাসকদের দফতর অভিযান করবে বিজেপি। তবে শুক্রবার রাত পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ দেয়নি বিজেপি। যদিও রাজ্য বিজেপি সূত্রে খবর, জেলাগুলিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। রাজ্য নেতৃত্বের এক-একটি জেলার কর্মসূচিতে থাকার কথা। রাজ্য-বিজেপির এক শীর্ষ নেতার বক্তব্য, “পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? আমরা নিজেদের রাজ্যের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে জেলাশাসককে দাবিপত্র দিয়ে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা যাতে মানা হয়, সেই দাবি তুলছি।”

    বস্তুত বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত না-হওয়া নিয়ে কর্মীদের মধ্যে হতাশা রয়েছে। তার মধ্যে নেতাদের ‘কথার লড়াই’ কর্মীদের মনোবল কমিয়েছে। এই পরিস্থিতিতেই জাতীয়তাবাদে শাণ দিয়ে বঙ্গ বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে চাইছে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। বিষয়টি স্বীকার না-করলেও রাজ্য বিজেপির এক নেতার বক্তব্য, “রাজ্যে ভোটের এক বছর আগে প্রধান বিরোধী দল এলোমেলো! কর্মীদের উৎসাহ কমছে। দলেই রাজায়-রাজায় যুদ্ধ চলছে যে ভাবে, তাতে সবাই বিব্রত। কোনও ভাবে কর্মীদের রাস্তায় নামিয়ে মুখ বাঁচানোর চেষ্টা চলছে!”
  • Link to this news (আনন্দবাজার)