• বঙ্গ-পরিযায়ীদের হেনস্থা রাজস্থানে
    আনন্দবাজার | ০৪ মে ২০২৫
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের কয়েক জনকে বাংলাদেশি সন্দেহে থানায় আটকে হেনস্থা, নিগ্রহের অভিযোগ উঠেছে রাজস্থানে। পরে বৈধ নথি দেখানোর পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে অভিযোগ, তাঁদের রাজস্থান ছেড়ে চলে যাওয়ার জন্য নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে।

    মালদহের হরিশ্চন্দ্রপুরের এক দল শ্রমিক এমনই হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চিন্তায় তাঁদের পরিজনেরা। এই আবহে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন রাজ্যসভার সাংসদ তথা ‘পশ্চিমবঙ্গ মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার বোর্ডের’ চেয়ারম্যান সামিরুল ইসলাম।

    গত বছর বাংলাদেশে অশান্তি শুরুর পরে ওড়িশায় একই ভাবে বাংলাদেশি সন্দেহে এ রাজ্যের শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছিল। এখন পহেলগামের ঘটনার পরে দেশের বিভিন্ন প্রান্তে একই ভাবে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। শনিবার হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের পরিজনদের নিয়ে থানায় যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। লিখিত ভাবে তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

    প্রশাসন ও শ্রমিকদের পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের কুশিদার বোহর এলাকার ৪০ জন শ্রমিক রাজস্থানের জয়পুরে রয়েছেন। কেউ সাফাইয়ের কাজ করেন, কেউ ফেরি করেন। শুক্রবার তাঁদেরই ১৪ জনকে পুলিশ বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায়। সারা দিন থানায় বসিয়ে রাখা হয়। পরে সকলে বৈধ নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, তাঁদের রাজস্থান ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।

    উদ্বিগ্ন পরিজনেরা এ দিন থানার দ্বারস্থ হন। তাঁদের সঙ্গে ছিলেন কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, তৃণমূলের মকরম আলিও। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন। মকরম বলেন, “ভিন্ রাজ্যের শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। যাতে প্রশাসনের তরফে বিষয়টি দেখা হয়।” এক শ্রমিকের আত্মীয় শেখ সাধুয়া বলেন, ‘‘কুড়ি বছর ধরে আমার জামাই মেয়েকে নিয়ে রাজস্থানে রয়েছে। শুনেছি, পুলিশ ওদের উপরে নির্যাতন চালাচ্ছে। আমরা আতঙ্কে রয়েছি।’’

    রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন্ রাজ্যে হয়রানি করা নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল। তিনি লিখেছেন, ‘গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় বাংলাভাষী এ রাজ্যের শ্রমিকদের আটক করে নির্যাতন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেন সংশ্লিষ্ট রাজ্য সরকারকে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। যাতে বাংলাভাষী শ্রমিকদেরঅযথা বাংলাদেশি সন্দেহে হয়রানি করা না হয়।’
  • Link to this news (আনন্দবাজার)