• পদোন্নত এসপি-র প্রস্তাব রাজ্য পুলিশে
    আনন্দবাজার | ০৪ মে ২০২৫
  • আইপিএস পদমর্যাদা নেই, এমন অফিসারদের জন্য ১৭টি নতুন ডিসি, এসপি, কমান্ডান্ট এবং ২৪টি অতিরিক্ত এসপি পদ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। প্রশাসন সূত্রের খবর, গত মাসে রাজ্য পুলিশের এডিজি (সদর) ওই প্রস্তাব পাঠিয়েছেন। মোট ৪১টি পদের মধ্যে কতগুলি পদ সশস্ত্র বাহিনী এবং কতগুলি পদ সাধারণ পুলিশবাহিনীর জন্য বরাদ্দ তাও উল্লেখ করা হয়েছে। পুলিশের সাব-ইনস্পেক্টর পদ থেকে ধাপে ধাপে উন্নীত হওয়া অফিসারদের জন্য এই ৪১টি পদ তৈরি করা হয়েছে বলেও খবর। প্রশাসনের খবর, এই প্রস্তাব নিয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা চলছে। শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

    পুলিশের খবর, রাজ্য পুলিশে সরাসরি সাব-ইনস্পেক্টর পদে নিযুক্ত হওয়া অফিসারেরা এত দিন পদোন্নতি পেয়ে সর্বোচ্চ ডিএসপি, সহকারী কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট হতে পারতেন। এই নতুন পদ চালু হলে তাঁদের আরও উপরের পদে আসীন হওয়া হবে। রাজ্য পুলিশের এক কর্তার বক্তব্য, ‘‘নবান্ন নতুন পদের স্বীকৃতি দিলে নিচুতলা থেকে পদোন্নতি পাওয়া অফিসারদের আর্থিক সুবিধা যেমন হবে, তেমনই অনেক যোগ্য অফিসার শেষ জীবনে তুলনামূলক বেশি সম্মান নিয়ে অবসর নিতে পারবেন। রাজ্যে পুলিশের অতিরিক্ত পদ তৈরির মাধ্যমে পুলিশ বাহিনীরও উন্নতি হবে।’’

    পুলিশের প্রস্তাবে বলা হয়েছে, পদোন্নতির মাধ্যমে বিভিন্ন জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদ তৈরি করা যাবে। সাব-ইনস্পেক্টর থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সেই পদে আসীন হতে পারবেন অফিসারেরা। বিধাননগর, হাওড়া-সহ ছ’টি পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার (ট্রাফিক) হবেন ওই অফিসারেরা। এ ছাড়াও, হোমগার্ড, সিভিল ডিফেন্স, এসসিআরবি, মানবাধিকার কমিশন, পুলিশের আইনশাখার এসপি (২) পদের প্রস্তাবও দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, কলকাতা পুলিশে সরাসরি সাব-ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদে নিযুক্ত হওয়া অফিসারেরা আগে থেকেই ডিসি পদে উন্নীত হতে পারতেন। সম্প্রতি তাঁদের জন্য আরও ২০টি পদ তৈরি করা হয়েছে। বর্তমানে কলকাতা পুলিশে ৩২ জন এমন ডিসি আছেন যাঁরা আইপিএস নন।

    ভবানী ভবনের খবর, রাজ্য পুলিশের সাব-ইনস্পেক্টর পদের ৫০% সরাসরি নিযুক্ত হন। বাকি ৫০% অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদ থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। ডিএসপি পদের ৪০% ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন। বাকি ৬০% পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। কলকাতা পুলিশে ডিএসপি-র সমতুল সহকারী কমিশনার পদে অবশ্য সরাসরি নিয়োগের নজির নেই।
  • Link to this news (আনন্দবাজার)