• ৪ মাসে ৩ জন, ফের খড়্গপুর IIT-র পড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
    এই সময় | ০৪ মে ২০২৫
  • ফের অস্বাভাবিক মৃত্যু খড়্গপুর IIT-র পড়ুয়ার। রবিবার সকালে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়ার নাম মহম্মদ আসিফ কামার। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। খড়্গপুর IIT-তে ৪ মাসের মধ্যে ৩ জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

    আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন মহম্মদ আসিফ কামার (Asif Qamar)। আসিফ আইআইটি খড়্গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা লাগানো ছিল। সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেও যখন ব্যর্থ হন, তখনই খবর দেওয়া হয় পুলিশে। 

    ভোর সাড়ে তিনটে নাগাদ IIT ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতদেহ খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

    IIT সূত্রে জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র আসিফ কামার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলেন। তার পরে হঠাৎ কেন এ সিদ্ধান্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জেলা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, আসিফ ভিডিয়ো কলে দিল্লির এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতেই আত্মহত্যা করেন। ওই তরুণীই আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। তারপরই আইআইটির নিরাপত্তাকর্মীরা এবং সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করেন। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি। সেই সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)