• বসিরহাট থেকে উদ্ধার প্রায় ৩৪ লক্ষ টাকার ভারতীয় জাল নোট, ধৃত এক
    এই সময় | ০৪ মে ২০২৫
  • হাতে নাতে গ্রেপ্তার জাল নোটের কারবারি। উত্তর ২৪ পরগণার বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নোটের মধ্যে ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট রয়েছে।

    শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকে ওই বিপুল পরিমাণ জাল নোট-সহ শেখ আব্দুল করিম ওরফে রাজাকে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ। ওই জাল নোটের উৎস জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

    বসিরহাট, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা। তাই ধৃত রাজার সঙ্গে বাংলাদেশের যোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

    শনিবার ওই জাল নোটের কারবারিকে গ্রেপ্তারের পর বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র জানান, খোলাপোতা এলাকায় বিপুল পরিমাণ জাল নোট ঢুকেছে বলে গোপন সূত্রে খবর ছিল তাঁদের কাছে। এর পরেই মাটিয়া থানার পুলিশ ও স্পেশাল অপারেশন টিম ওই এলাকায় হানা দিয়েছিল।

    পুলিশ জানিয়েছে, রাজার বাড়ি থেকে মোট ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জাল নোটগুলির মধ্যে ২০০০ টাকার নোট ছিল ১৫৬৭টি। ৫০০ টাকার নোট ছিল ৩২৭টি। সেই সঙ্গে ২০০ টাকার জাল নোটের সংখ্যা ছিল ২৯৪টি।

    পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি থেকে নোটের আকারে কাটা প্রচুর সাদা কাগজও উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ভবিষ্যতে সেগুলিতেই জাল নোট প্রিন্ট করার পরিকল্পনা ছিল ধৃত রাজার। এই বিষয়ে, বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র ও পুলিশ আধিকারিক মলয় মন্ডল সহ- প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনও বড় মাথা থাকতে পারে। ধৃতকে জেরা করে এই বিষয়ে আরও তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)