পশ্চিমের বেশ কিছু জেলা–সহ দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সন্ধের পর দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদীয়ায় সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই কয়েকদিনে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বেশি থাকবে বৃষ্টির পরিমাণ।
হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব রাজস্থানের কাছে। এটি উত্তর ওড়িশা এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এরফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, বাংলাদেশের উপকূলের দিকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।