মাটিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, গ্রেপ্তার ১
আজকাল | ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাল নোট চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকার বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করল তারা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার খোলাপোতা এলাকায়। সেখান থেকে বিপুল পরিমাণ জাল টাকা সহ জাল টাকার এক কারবারিকে গ্রেপ্তার করল মাটিয়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম, শেখ রাজা। তার বাড়ি খোলাপোতা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় জাল নোট।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে আছে ৫০০ টাকা, ১০০ টাকা, ২০০০ টাকার জাল নোট। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার চালিয়ে যাচ্ছিল। যেহেতু পাশেই সীমান্তবর্তী এলাকা। সেই সূত্রে বাংলাদেশের সঙ্গে এই জাল চক্রের ব্যবসা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ বসিরহাট মহাকুম আদালতে তোলা হবে। ধৃতের কাছে এত বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এলো এবং কোথায় ওই দুষ্কৃতী এই জাল নোটগুলি পাচার করার চেষ্টা চালাচ্ছিল, তার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।
বিষয়টি নিয়ে বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাতে তল্লাশি চালিয়ে শেখ আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার নোট। কী উদ্দেশ্যে বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিল, তার তদন্ত শুরু করছে পুলিশ।